একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী, চিনা কোম্পানিটি যেসব ঝুঁকি, বিপদ খাড়া করেছে, সেসব পুনরায় খতিয়ে দেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেটা মাথায় রেখেই জনসন ৫জি নীতিতে বড় ধরনের বদলের উদ্যোগ নিয়েছেন। ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, নয়া মার্কিন নিষেধাজ্ঞা হুয়েইয়ের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে, তার ফলে চিনা কোম্পানিটি বাধ্য হয়ে ভরসাযোগ্যহীন প্রযুক্তি ব্য়বহার করবে, এতে ঝুঁকি, বিপদ নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠতে পারে।
ব্রিটেনের গুপ্তচর সংস্থা জিসিএইচকিউ-ও চিনা প্রযুক্তির বিপদ সম্পর্কে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। তারপরই ব্র্রিটিশ প্রধানমন্ত্রী হুয়েইয়ের ব্যবহার বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। তবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও তা উপেক্ষা করে গত জানুয়ারিতে ব্রিটেনের ৫জি নেটওয়ার্ক পরিষেবায় হুয়েইকে সীমিত ভূমিকায় সামিল হওয়ায় অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেন জনসন।