ইসলামাবাদ:  সংখ্যালঘু হওয়ার  ফলে পাকিস্তানে হিন্দুদের ওপর ধর্মীয় কারণে লাগাতার নির্যাতন ঘটে চলেছে। তবে এবার তাঁদের বহুদিনের একটি দাবি পূরণ হতে চলল অবশেষে। রাজধানী ইসলামাবাদে বসবাসকারী হিন্দুদের জন্য তৈরি হচ্ছে ভাল বন্দোবস্তসম্পন্ন একটি মন্দির। সেখানে ধর্মীয় রীতি-অনুষ্ঠান পালন করতে পারবেন তাঁরা। ইসলামাবাদের বাইরে আর এজন্য যেতে হবে না তাঁদের।  অন্য ধর্মীয় রীতি-রেওয়াজ পালনের কাঠামো ছাড়াও মন্দির চত্বরে একটি শ্মশানও নির্মাণ করা হবে।


ইসলামাবাদের হিন্দুরা সংখ্যায় দিনদিন বাড়তে থাকায় অনেকদিন থেকেই এমন একটা মন্দিরের দাবি করছিলেন আর রাজধানী শহরে অনেক হিন্দু মন্দির পরিত্যক্ত, ব্য়বহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন মানবাধিকার সংক্রান্ত পার্লামেন্ট সচিব লাল চাঁদ মাহি। তাছাড়া ইসলামাবাদে হিন্দুদের দাহ করার কোনও জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি।

মালহি মন্দির নির্মাণের জন্য ইসলামাবাদের এইচ-৯  সেক্টর এলাকায় একঅনাড়ম্বর ভূমিপূজা অনুষ্ঠানও করেন।

ইসলামাবাদ হিন্দু পঞ্চায়েত  প্রস্তাবিত মন্দিরের নাম রেখেছে শ্রীকৃষ্ণ মন্দির।  এইচ-৯/২  -এ কম করে ২০ হাজার বর্গফুট জমি নিয়ে তৈরি হবে মন্দির কমপ্লেক্স।  ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) ২০১৭-য় ন্য়াশনাল কমিশন ফর হিউম্য়ান রাইটসের আদেশ অনুসারে ওই জমি বরাদ্দ করে। কিন্তু জমির মানচিত্রে সিডিএ এবং অন্য় সংস্থার সম্মতি প্রদান সহ নানা আনুষ্ঠানিকতা পূরণে দেরি হওয়ার ফলে পুরো প্রক্রিয়াটা পিছিয়ে যায়।