বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শনিবার ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, শুক্রবার সন্ধের পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর মোবাইলে ফোন করে দেখা যায়, হ্যালস্টেড স্ট্রিট পার্কিং গ্যারাজে গাড়ির পিছন থেকে শব্দ আসছে। এরপর গাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। তদন্তে এফবিআই-এর সাহায্য নিচ্ছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্ত্বরে লাগানো ক্যামেরা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রাত ১.৩৫ মিনিটে গ্যারাজে ঢোকেন ওই ছাত্রী। কিছুক্ষণ পরেই সেখানে ঢোকে অভিযুক্ত। সে ২.১০ মিনিটে সেখান থেকে বেরিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি এর আগেও অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে।