জাকার্তা: ৫০ জনেরও যাত্রীকে নিয়ে মাঝ আকাশে নিখোঁজ বিমান। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড়ানের কিছুক্ষণ পরই নিখোঁজ। ১০ হাজার ফুট উচ্চতায় ওঠার পর থেকেই নিখোঁজ বিমান। ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রকের মুখপাত্র অদিতা ইরাবতী জানিয়েছেন, ‘শ্রীবিজয়া এয়ারের বিমানটির জাকার্তা থেকে বোর্নিও দ্বীপের পশ্চিম কালিমন্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল। বিমানটি স্থানীয় সময় অনুযায়ী, আজ দুপুর ১.৫৬ মিনিটে জাকার্তা থেকে ওড়ে। এরপর দুপুর ২.৪০ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির খোঁজ শুরু হয়েছে।’
শ্রীবিজয়া এয়ারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাকার্তা থেকে পন্টিয়ানাকে পৌঁছতে বিমানটির ৯০ মিনিট লাগার কথা ছিল। বিমানটিতে ৫৬ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন।’
স্থানীয় একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ বিমানটিতে ৫৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সাতটি শিশুও ছিল। ক্রু মেম্বারের সংখ্যা ৬। জাকার্তার উত্তরদিকে একটি দ্বীপে স্থানীয় মৎস্যজীবীরা কিছু ধাতব বস্তু উদ্ধার করেছেন। সেই ধাতব বস্তু নিখোঁজ বিমানটির অংশ বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া ধাতব বস্তুগুলি খতিয়ে দেখা হচ্ছে। জাকার্তা ও পন্টিয়ানাক বিমানবন্দরে ভিড় করেছেন নিখোঁজ বিমানটিতে থাকা যাত্রীদের পরিজনরা। তাঁদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।
অন্য একটি সূত্রে জানা গিয়েছে, জাকার্তা থেকে ওড়ার চার মিনিটের মধ্যেই বিমানটি মাটি থেকে ১০ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায়। তার এক মিনিটের মধ্যেই সেটি নিখোঁজ হয়ে যায়। বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০। বিমানটির খোঁজ শুরু হয়েছে।
Indonesian Flight Missing: ছিলেন ৬২ জন, ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2021 05:08 PM (IST)
The aircraft was en route to Pontianak on Borneo island from West Kalimantan province when it lost. | স্থানীয় একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ বিমানটিতে ৫৬জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সাতটি শিশুও ছিল। ক্রু মেম্বারের সংখ্যা ৬। ফলে মোট ৬২ জন ছিলেন বিমানটিতে।
ফাইল ছবি
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -