টোকিও: দক্ষতা ও নিয়মানুবর্তিতার জন্য জাপানের বুলেট ট্রেনের খ্যাতি বিশ্বজোড়া। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে সুরক্ষার নয়া মাত্রা। আগামী বছর থেকে চালু হতে চলা বুলেট ট্রেন গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারবে ভূমিকম্পের সময়ও। তোকাইডো শিনকানসেন লাইনের এই ট্রেন টোকিও স্টেশন থেকে শিন-ওসাকা স্টেশন পর্যন্ত চলছে। গত বছর যখন পরীক্ষামূলকভাবে এই ট্রেন চালানো হয়েছিল, তখন সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৬০ কিলোমিটার। তবে এই ট্রেন চালু হওয়ার পর সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হবে ঘণ্টায় ২৮৫ কিমি।

১৩ বছরে এই প্রথম সেন্ট্রাল জাপান রেলওয়ের তোকাইডো শিনকানসেন লাইনে নতুন মডেলের ট্রেন যুক্ত হল। এ বছর টোকিও অলিম্পিকের সময়ই নতুন মডেলের ট্রেন উদ্বোধনের কথা ছিল। কিন্তু এখন সেটা ২০২১ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে জাপানের এই ট্রেন লাইনের উদ্বোধন হয় ১৯৬৪ সালের অলিম্পিকের সময়। সেটাই ছিল বিশ্বের প্রথম হাইস্পিড রেল লাইন। ফের জাপানে অলিম্পিক। এবার ট্রেনের ক্ষেত্রেও নয়া রেকর্ড হতে চলেছে।

এই ট্রেন এমনভাবে তৈরি হয়েছে, যাতে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রতিটি আসনের জন্য পৃথক বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা থাকবে। মাথার উপরে যেখানে যাত্রীদের ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র রাখা থাকবে, সব স্টেশনে ট্রেন থামলেই স্বয়ংক্রিয়ভাবে সেই জায়গাটি আলোকিত হয়ে উঠবে, যাতে যাত্রীরা সেগুলির কথা ভুলে না যান।