ফুকুশিমার পরিশোধিত জল সমুদ্রে ছাড়তে পারে জাপান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2020 02:39 PM (IST)
জাপানে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় জল সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কয়েক দশক ধরে এই কাজ চলবে বলে জানা গেছে। এর আগে, ২০১১ সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত এই পারমাণবিক কেন্দ্র ঠাণ্ডা রাখতে ব্যবহৃত জল কী করা হবে, তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিতর্ক চলছিল।
টোকিও: জাপানে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় জল সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কয়েক দশক ধরে এই কাজ চলবে বলে জানা গেছে। এর আগে, ২০১১ সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত এই পারমাণবিক কেন্দ্র ঠাণ্ডা রাখতে ব্যবহৃত জল কী করা হবে, তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিতর্ক চলছিল।পরিবেশবাদী ও মৎস্য আহরণকারীরা এর বিরোধিতা করলেও, অনেক বিজ্ঞানী মনে করছেন, এটি ততটা ঝুঁকিপূর্ণ নয়।জাপান সরকার অবশ্য জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জাপানের জাতীয় দৈনিক নিক্কেই ও ইওমুরি শিম্বুনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেজস্ক্রিয়তা কমাতে ব্যবহৃত এক মিলিয়ন টনেরও বেশি পরিশোধিত জল ২০২২ সাল নাগাদ ছাড়া শুরু হবে।ইওমুরি শিম্বুন জানায়, জল ছাড়ার আগে পারমাণবিক কেন্দ্রের ভিতরে একে অন্তত ৪০ ভাগ লঘু করা হবে।সংবাদ সংস্থা কিয়োদো জানিয়েছে, এ মাসের শেষ দিকে এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসতে পারে।
তেজস্ক্রিয় এই জল সংরক্ষণের বিষয়ে চিন্তা বাড়ছে কর্তৃপক্ষের। জটিল পরিস্রাবণ প্রক্রিয়ায় এর বেশিরভাগ তেজস্ক্রিয় আইসোটোপ সরানো হলেও, আইসোটোপ ট্রিটিয়াম এখনও সরানো যায়নি। তাই কেন্দ্রের ভিতরের বিশাল জলাধারগুলিও ২০২২ সালের মধ্যে ভরে যাবে।শুক্রবার জাপানের শিল্পমন্ত্রী হিরোশি কাজিয়ামা বলেন, ‘জল নিষ্কাশনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, সরকার শীঘ্রই সিদ্ধান্ত নেবে।’
পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই সমুদ্রে তেজস্ক্রিয় জল ছাড়ার বিরোধিতা করে আসছে। মৎস্য আহরণকারীরা এর বিরুদ্ধে যুক্তি দেখিয়েছে যে, যেখানে এই জল ছাড়া হবে, ক্রেতারা সেখানকার মাছ কিনতে চাইবে না। তবে, কয়েকজন বিজ্ঞানী বলছেন, এই জল বিশাল প্রশান্ত মহাসাগরে দ্রুত মিশে যেতে পারবে এবং ট্রিটিয়াম মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর।খুব বেশি মাত্রায় হলে তা মানব শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে প্রক্রিয়া চলবে ৩০ বছর ধরে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -