ওয়াশিংটন: প্রথম অ-শ্বেতাঙ্গ মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও প্রধান রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তাঁকে নিজের সঙ্গী হিসেবে ঘোষণা করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বিডেন। এরপরেই আবেগঘন ট্যুইট করেছেন কমলার বোন মায়া হ্যারিস। তিনি প্রয়াত মা সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে তোলা ছবি দিয়ে লিখেছেন, ‘আমাদের মাকে না জানলে আপনারা জানতে পারবেন না কে কমলা হ্যারিস। মায়ের অভাবে প্রবলভাবে অনুভব করছি। তবে এটা জানি, মা এবং আমাদের পূর্বপুরুষরা আজ হাসছেন।’

৫৫ বছর বয়সি কমলার বাবা ডোনাল্ড হ্যারিসের জন্ম জামাইকায়। মা শ্যামলা গোপালন হ্যারিসের জন্ম হয় চেন্নাইয়ে। দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত প্রথম মহিলা এবং দ্বিতীয় অ-শ্বেতাঙ্গ মহিলা হিসেবে মার্কিন সেনেটের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আগেই ইতিহাস গড়েছেন কমলা। এবার তিনি নয়া ইতিহাস গড়তে পারেন।

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে চলেছেন বিডেন। ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার দৌড়ে একসময় তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন কমলা। তবে তাঁকেই এবার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন বিডেন। তিনি নিজের সমর্থকদের ই-মেল করে জানিয়েছেন, ‘আমি সঙ্গী হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিয়েছি। আপনাদের সঙ্গে নিয়ে আমরা ট্রাম্পকে হারাতে চলেছি।’