টেনিসি: করোনা আতঙ্কে বাড়িতে জমা করলেন ১৭ হাজার সাতশো বোতল স্যানিটাইজার। জানাজানি হতেই শুরু হল সমালোচনা। অনুতপ্ত সেই ব্যক্তি সমস্ত স্যানিটাইজারই দান করে দিলেন গির্জায়!
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসির। ম্যাট কোলভিন নামের ওই ব্যক্তি ভাই নোয়া কোলভিনকে নিয়ে তিনদিন ধরে বাজার থেকে ১৭ হাজার সাতশো বোতল স্যানিটাইজার কিনেছিলেন। তারপর সেই স্যানিটাইজার অনলাইনে চড়া দামে বিক্রি করছিলেন।
করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধের অন্যতম উপায় হল স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার করা। যার জেরে ভারত-সহ বিশ্বের সমস্ত দেশেই বেড়েছে স্যানিটাইজারের চাহিদা। শুরু হয়েছে কালোবাজারি।
লাভের আশায় তাই স্যানিটাইজারের বিপুল ভাণ্ডার করে ফেলেছিলেন কোলভিন ভাইয়েরা। তবে সমালোচনা শুরু হতেই ম্যাটের অ্যামাজন ও ইবে অ্যাকাউন্ট দুটি বন্ধ করে দেওয়া হয়। টেনিসির অ্যাটর্নি জেনারেল তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। খুনের হুমকিও দেওয়া হয় ম্যাটকে। এক রাতে তাঁর দরজায় অজ্ঞাত পরিচয় কেউ ধাক্কা দেয় বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রের খবর।
টেনিসির গভর্নর করোনার জেরে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সঙ্গে স্যানিটাইজার ও মাস্কের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেন।
এরপরই ম্যাট জানান যে, তিনি করোনার জীবাণু এতটা ভয়াবহ প্রভাব ফেলছে বলে বুঝতে পারেননি। তারপরই তিনি সমস্ত স্যানিটাইজার স্থানীয় গির্জায় দান করেন। যদিও তাতে তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়নি।
অনলাইনে চড়া দামে বিক্রি, নিন্দার মুখে পড়ে ১৭,৭০০ বোতল স্যানিটাইজার গির্জায় দান করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2020 08:38 PM (IST)
টেনিসির গভর্নর করোনার জেরে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সঙ্গে স্যানিটাইজার ও মাস্কের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেন।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -