ফ্লোরিডা: আগামী ১৭ তারিখ, এখনও পর্যন্ত নির্মিত বিশ্বের সর্বশক্তিশালী রকেটের পরীক্ষা করবে নাসা। ওই পরীক্ষা সফল হলে, ভবিষ্য়তে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার আর্টেমিস লুনার মিশন-এর অন্তর্গত চাঁদে মহাকাশচারী পাঠানোর জন্য রকেটের ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হবে।
প্রথম ধাপে রকেটের কোরে থাকা তরল জ্বালানি-নির্ভর ইঞ্জিনের পরীক্ষা হবে। পরে, উৎক্ষেপণের প্রথম পর্যায়ে ব্যবহৃত কঠিন জ্বালানি নির্ভর বুস্টার রকেটের পরীক্ষা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশের হান্টসভিলে নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে এই পরীক্ষা হবে। এসএলএস স্টেজ ম্যানেজার জুলি ব্যাসলার বলেন, এটি চূড়ান্ত পরীক্ষা। যদিও পরীক্ষাটি হবে মিসিসিপির স্টেনিস স্পেস সেন্টারে।
জানা গিয়েছে, মোট আট মিনিটের জন্য আরএস-২৫ ইঞ্জিনগুলিকে 'ফায়ার' করা হবে। এই পরীক্ষার মাধ্যমে রকেটের কোর স্টেজ পারফরম্যান্স খতিয়ে দেখা হবে।
পরীক্ষা সফল হলে, ইঞ্জিন সাফাই করে তা পাঠিয়ে দেওয়া হবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে। সেখানে রকেটের অন্যান্য যন্ত্র ও অরিয়ন মহাকাশযানের সঙ্গে যুক্ত করা হবে।
জুলির দাবি, এই স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) বুস্টার হল এখনও পর্যন্ত সর্ববৃহৎ, সর্বশক্তিশালী রকেট বুস্টার। গভীর মহাকাশে পৌঁছতে যতটা গতি প্রয়োজন, তার ৭৫ শতাংশ অর্জন করতে সক্ষম এই বুস্টার। এসএলএস-এর মাধ্যমে এক উড়ানেই চাঁদে মহাকাশচারী পাঠানো সম্ভব হবে।