আবু ধাবি: ছিল ১৪৪ তলার এক আকাশছোঁয়া বহুতল। মাত্র দশ সেকেন্ড পর তা পরিণত হল স্রেফ ধুলোয়।


এমনই বিস্ময়কর ঘটনাটি ঘটল গত ২৭ নভেম্বর। আবু ধাবিতে। দ্রুত বাড়ি ভেঙে ফেলার নতুন নজির সৃষ্টি হল। এই হিসেবে স্থান হল গিনেস বুক অফ ওয়াল্ড রেকর্ডে।


আর এমন একটা ঘটনায় আবু ধাবির স্কাইলাইনটাই বদলে গেল। রাতারাতি। শহরের এক প্রান্তের আকাশটা দেখতেই হয়ে গিয়েছে অন্য রকম।


জানা যাচ্ছে, ভয়ানক এই ধ্বংসলীলাটা ঘটানোর জন্য ব্যবহার করা হয়েছিল ৬ হাজার কিলো প্লাস্টিক এক্সপ্লোসিভ এবং ডিটোনেটর কর্ড।





বড় কোনও বাড়ি আচমকা ভেঙে পড়ছে দেখলেই আমাদের মনে হয় যেন ৯/১১-র ঘটনা। সেই দুটো বিমান কোথা থেকে আকাশে এক পাক খেয়ে ধেয়ে এল আকাশচুম্বী টাওয়ারের দিকে, বুক কাঁপিয়ে দেওয়া ভয়াবহ ধাক্কা এবং টুইন টাওয়ার লুটিয়ে পড়া।

কিন্তু সে তো ছিল জঙ্গি হামলা। যার কারণে প্রাণ গিয়েছিল অসংখ্য নিরীহ মানুষের । কিন্তু এটা তো আর তা নয়। এ হল নিয়ন্ত্রিত বিস্ফোরণ। নতুন নির্মাণের স্বার্থে পুরনো বাড়িকে বিদায় জানানো।


এই বাড়িটি ধুলো করে ফেলার ফলে শহরের প্রাইম এলাকায় খালি হয়ে গিয়েছে ৩০ লক্ষ বর্গমিটার এরিয়া। মিনা জঈদ রিডেভলপমেন্টের এটি ছিল দ্বিতীয় ধাপ।


প্রসঙ্গত, গত ৪০ বছর ধরে আবু ধাবি-র মূল বন্দর হিসেবে কাজ করে আসছে মিনা জঈদ। এটি চালু হয়েছিল সেই ১৯৭২ সাল নাগাদ। বেশ কিছু দিন ধরেই বন্দর উন্নয়নের কাজ চলেছে।


বাণিজ্যের কাজ আগের চেয়ে আরও বেড়েছে, বন্দর ব্যস্ত হয়েছে অনেক গুণ কিন্তু সেই অনুপাতে বন্দরে যতখানি জায়গার প্রয়োজন আরও ছড়িয়ে ছিটিয়ে কাজ করার জন্য, তার একটা ঘাটতি দেখা দিয়েছে।


সে জন্যই প্রয়োজন হয়ে পড়েছে পরিকাঠামো উন্নয়নে, শুরু হয়েছে নতুন করে নির্মাণের কাজ। পুরনো বাড়ি ভেঙে ফেলে জায়গা ফাঁকা করে বাড়ানো হচ্ছে বন্দরের এলাকা।