মস্কো: রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক-ভি নিলে ২ মাস মদ ছোঁয়া যাবে না। সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে এমনই জানাল রাশিয়ার এক সংবাদসংস্থা।
বেশকিছু দিন আগেই রাশিয়ায় করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এক লক্ষ মানুষ প্রতিষেধক নিয়েও ফেলেছেন। এরপরেই এসেছে সতর্কীকরণ বার্তা।
সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে রাশিয়ার সংবাদসংস্থা টিএএসএস রাশিয়ার উপ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে একবার স্পুটনিক ভি দেহে প্রবেশ করলে, তারপর ৪২ দিন মদ থেকে দূরে থাকতে হবে।
অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না টিকা দেহে গিয়ে কাজ শুরু করছে ততদিন অ্যালকোহল থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই সতর্কবার্তা এসেছে রাশিয়ার সরকারি মহলের একেবারে উচ্চস্তর থেকে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেছেন, ’’ রাশিয়ার বাসিন্দাদের জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মদ থেকে দূরে থাকতে হবে। ইমিউনো-সাপ্রেস্যান্ট ড্রাগস নেওয়া যাবে না।‘‘
রাশিয়ার মতো দেশে এই ধরনের সতর্কীকরণ বিধি জারি হলেও, তা কতটা বাস্তবায়িত করা যাবে তা নিয়ে ইতিমধ্যেই সংশয় দেখা গিয়েছে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বে মদ খাওয়ার নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া।
চলতি বছরের অগাস্টে স্পুটনিক-ভি কে ছাড়পত্র দিয়েছিল ভ্লাদিমির পুতিন সরকার। তারপর থেকে রাশিয়ায় শুরু হয় টিকাকরণ কর্মসূচি।
এবছরের মধ্যে দু'লক্ষ মানুষকে প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। রাষ্ট্রসংঘে স্পুটনিক-ভি টিকা নিয়ে বলতে গিয়ে এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখেইল মুরোসকো। করোনা সংক্রমণের ক্ষেত্রে যাঁরা বেশি ঝুঁকিপূর্ণ তাঁদেরকে আগে টিকা দেওয়া হচ্ছে।
স্পুটনিক-ভি নেওয়ার পরেও কেউ যদি মদ খান, সেক্ষেত্রে টিকা কতটা কার্যকর হবে তার কোনও উত্তর এখনও মেলেনি। কিন্তু, অনেকেই মনে করছেন যাঁরা মদ খাওয়ায় অভ্যস্ত তাঁদের পক্ষে টানা ২ মাস মদ না ছুঁয়ে থাকাটা হয়তো খানিকটা চ্যালেঞ্জের।
কিন্তু একাংশের মতে করোনার মতো অতিমারীর থেকে রেহাই পেতে এটুকু সংযম দেখানো যেতেই পারে।