ইসলামাবাদ: লাদাখে ভারত-চিন সংঘাতের মধ্যেই পাক-অধিকৃত কাশ্মীরে অন্য ছবি। পাক-অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় ভারতীয় সেনার আক্রমণের আশঙ্কায় কাঁপছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজবা এই আশঙ্কা থেকেই পাক অধিকৃত  স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মহম্মদ নাজিব নাকি খানকে চিঠি লিখে সব হাসপাতালে সেনা জওয়ানদের জন্য ৫০ শতাংশ শয্যা সংরক্ষিত করতে বলেছেন। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য ব্লাড ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত রক্তও মজুত রাখতে বলেছেন পাক সেনাপ্রধান।


জম্মু ও কাশ্মীর সীমান্তে ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশেও মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এরই মধ্যে গতকাল জম্মু ও কাশ্মীরের ত্রালে তিন জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। পাক সেনা ও আইএসআই যতই জঙ্গিদের মদত দিক না কেন, ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশ উপত্যকায় সন্ত্রাস ঠেকাতে তৈরি। ভারতীয় সেনা পূর্ব লাদাখে চিনের মোকাবিলায় ব্যস্ত বলে এই সুযোগে কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তবে তাদের এই অপচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি। কড়া হাতে সন্ত্রাস মোকাবিলা করছেন নিরাপত্তারক্ষীরা।