ইসলামাবাদ: পাকিস্তান কুলভূষণ যাদবের ক্ষেত্রে আইন সংশোধন করছে বলে খবর। ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার কুলভূষণ পাকিস্তানে ধরা পড়ে মৃত্যুদন্ডের সাজা পেয়েছেন সেদেশে নাশকতা, সন্ত্রাস ঘটানোর দায়ে। তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত। সেই রায়ের বিরুদ্ধে যাতে তিনি অসামরিক আদালতে আবেদন জানাতে পারেন, সেজন্য আইন সংশোধন করা হচ্ছে বলে পাক মিডিয়াকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। সম্প্রতি আন্তর্জাতিক ন্যয় আদালত (আইসিজে) পাক সামরিক আদালতের নির্দেশের বিরুদ্ধে কুলভূষণকে অসামরিক আদালতে আবেদন করতে দিতে হবে বলে যে আদেশ দিয়েছে, সেটি মেনেই সামরিক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের সেনা আইনের আওতায় সামরিক আদালতে বিচার হয়েছে কুলভূষণের। ওই আইনে বিচার প্রক্রিয়ায় অসামরিক আদালতের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত শীর্ষ আদালত পাকিস্তানকে বলেছে, কুলভূষণকে দোষী সাব্যস্ত করা, সাজা দেওয়ার গোটা বিষয়টি তাদের বিচারব্যবস্থা অনুসারে রিভিউ, পুনর্বিচার করতে হবে।