ওয়াশিংটন ডিসি: আমেরিকায় আগামী প্রেসিডেন্ট পদে কে বসবেন তা নিয়ে অশান্তির জেরে নজিরবিহীনভাবে ওয়াশিংটন ডিসিতে লকডাউন ঘোষণা করল প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা ইউএস ক্যাপিটল বিল্ডিং (US Capitol Building) ঘিরে ফেলে। এর জেরে বন্ধ হয়ে যায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হাউস এবং সেনেটে বিতর্ক।

এ মাসেই জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হওয়ার কথা। সেই পথ পরিষ্কার করতে ক্যাপিটল বিল্ডিংয়ে মার্কিন কংগ্রেসে জয়েন্ট সেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা চলছিল। তখন একদল ট্রাম্প সমর্থক উই ওয়ান্ট ট্রাম্প স্লোগান দিতে দিতে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ায় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশের গুলিতে মারা যান অন্তত ৪ জন। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন, অন্তত ১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প তাঁর কয়েকহাজার সমর্থকের সামনে বক্তৃতা দেন, ঘোষণা করেন, আমরা কখনও পরাজয় স্বীকার করব না। অশান্তির জেরে বন্ধ করে দিতে হয় ইলেক্টোরাল কলেজ বিতর্ক, নিরাপত্তার খাতিরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বিল্ডিং থেকে বার করে দেওয়া হয়।



এর মধ্যে টুইট করে শান্তি বজায় রাখার আবেদন জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও টুইট করে বলেছেন ক্যাপিটল বিল্ডিংয়ের ওপর এই হামলা কোনওমতেই বরদাস্ত করা হবে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা শাস্তি পাবে।



হামলার জেরে গোটা ডিসি ন্যাশনাল গার্ড কে সক্রিয় করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। দাঙ্গাকারীদের বার করে দেওয়া হয়েছে ইউএস সেনেট থেকে। এক অফিসার দাবি করেছেন, বিল্ডিংয়ের সেনেট থেকে দাঙ্গাকারীদের বার করে রোটান্ডার দিকে সরিয়ে দিয়েছেন তাঁরা, ক্যাপিটলের পূর্ব ও পশ্চিম দরজা গিয়ে তাদের বাইরে বার করে দেওয়া হচ্ছে।

অশান্তি সামাল দিয়ে ফের শুরু হয় মার্কিন কংগ্রেসে ভোট গণনা। আগামী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়ে সিলমোহর দেওয়া হয়েছে।