জোহানেসবার্গ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশ্বখ্যাত ভারতীয় বংশোদ্ভত দক্ষিণ আফ্রিকার ভাইরোলজিস্ট গীতা রামজি। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ৫ জন এই মারণ ভাইরাসে মারা গিয়েছেন।


ভ্যাকসিন বিজ্ঞানী হিসেবে গোটা বিশ্বে নিজস্ব একটা জায়গা তৈরি করেছিলেন গীতা। পাশাপাশি, তিনি দীর্ঘদিন ধরেই এইচআইভি রোধ নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। সম্প্রতি তিনি লন্ডন থেকে ফেরেন। কিন্তু, করোনাসংক্রমণের কোনও উপসর্গ তাঁর মধ্যে লক্ষ্য করা যায়নি বলে খবর।

বছর পঞ্চাশের গীতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল রিসার্চ কাউন্সিল।