ঢাকা: রবিবার বাংলাদেশের হালদা নদীর তীরে দেখা মিলল  বিরল প্রজাতির ডলফিনের। তবে মৃত অবস্থায়। আন্তর্জাতিক সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী ৬২ ইঞ্চি দীর্ঘ ওই ডলফিনকে দেখতে পান রাজন নামের এক স্থানীয় ব্যক্তি। বাংলাদেশ মৎস দফতরের আধিকারিক আবদুল্লাহ আল মামুন সংবাদসংস্থাকে জানান, “ডলফিনটির গলা থেকে লেজ পর্যন্ত অংশ গভীরভাবে কাটা ছিল। ওষুধ তৈরির জন্য ডলফিনের শরীর যে চর্বি এবং তেলের অংশটিও  সেখানে ছিল না।”


হালদা রিভার রিসার্চ ল্যাবেরটরির  কো-অর্ডিনেটর মনজুরুল কিবরিয়া জানান, লকডাউন পরবর্তী সময়ে এই নিয়ে দ্বিতীয় ডলফিনের মৃতদেহ পাওয়া গেল।


বাংলাদেশ সরকার অনেক আগেই গঙ্গার বিরল প্রজাতির ডলফিন হত্যাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে। তারপরও এই এভাবে ডলফিন হত্যাক নেপথ্যে চোরাশিকারের আশঙ্কাই করছে ওয়াকিবহলমহল। স্থানীয় এক আধিকারিক খোঁজখবর নিয়ে জানতে পারেন, হালদা নদীতে কিছু জেলে অবৈধভাবে মাছ ধরছিল। যে জালে মাছ ধরা হচ্ছিল, সেই জালেই ধরা পড়েছে ওই ডলফিনটি। ধরা পড়া ডলফিনের চর্বি ও তেল বিক্রি করার জন্যই সেটিকে মেরে ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।


প্রসঙ্গত, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড জানিয়েছে ভারত এবং বাংলাদেশের নদীবক্ষে আনুমানিক ১২০০ থেকে ১৮০০টি ডলফিন থাকতে পারে। এদের গড় ওজন হতে পারে ১০০ কেজি। এরা সর্বাধিক আড়াই মিটার পর্যন্ত লম্বা হয়। হালদা নদীতে এমন ১৭০টি ডলফিন রয়েছে বলে হালদা রিভার রিসার্চ ল্যাবেরটরির অনুমান।