লন্ডন: ব্রিটেনের অর্থমন্ত্রী নিযুক্ত হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি শৌনক। আজ মন্ত্রিসভা রদবদল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করায় সেই দায়িত্ব পেলেন শৌনক। ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব প্রীতি পটেলও ভারতীয় বংশোদ্ভূত। তাঁর পাশাপাশি এবার ব্রিটিশ সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে বসলেন শৌনক। তিনি প্রধানমন্ত্রীর দফতরের পাশেই ১১ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে কাজ চালাবেন।
৩৯ বছর বয়সি শৌনক ইয়র্কশায়ারের রিচমন্ডের এমপি। তিনি ২০১৫ সালে প্রথমবার ব্রিটেনের এমপি নির্বাচিত হন। নারায়ণমূর্তির মেয়ে অক্ষতাকে বিয়ে করেছেন তিনি। উইনচেস্টার কলেজে পড়াশোনা করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেন তিনি। তাঁর বাবা চিকিৎসক এবং মা একটি ওষুধের দোকান চালান। রাজনীতিতে যোগ দেওয়ার আগে গোল্ডম্যান শ্যাখস ও হেজ ফান্ডের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন শৌনক। এরপর তিনি নিজেই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। রাজনীতিতে যোগ দিয়ে সাফল্য পাচ্ছেন তিনি।
ব্রিটেনের অর্থমন্ত্রী হলেন নারায়ণমূর্তির জামাই ঋষি শৌনক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2020 08:01 PM (IST)
৩৯ বছর বয়সি শৌনক ইয়র্কশায়ারের রিচমন্ডের এমপি।
ছবি সৌজন্যে ট্যুইটার
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -