মস্কো: করোনার সম্ভাব্য প্রতিষেধকের দৌড়ে সামনের সারিতে রয়েছে রাশিয়া। এবার করোনার ওষুধও আসতে চলেছে রাশিয়ার বাজারে। হাসপাতালের বাইরে সামান্য বা মাঝারিমাত্রার সংক্রমণের ক্ষেত্রে  চিকিৎসার জন্য আর ফার্ম-এর করোনাভির ওষুধকে ছাড়পত্র দিয়েছে রাশিয়া। আগামী সপ্তাহেই করোনা ভাইরাসের চিকিৎসায় আর-ফার্ম-এর অ্যান্টি ভাইরাল ড্রাগ করোনাভির পাওয়া যেতে পারে ওষুধের দোকানগুলিতে। শুক্রবার এ কথা জানানো হয়েছে ওষুধ প্রস্তুতকারক ওই কোম্পানির তরফে।
এর আগে  করোনা চিকিৎসায় রাশিয়ায় আরও একটি ওষুধ  অ্যাভিফাভিরকে ছাড়পত্র দেওয়া হয়। অ্যাভিফাভির এবং করোনাভির দুটিরই মূল ড্রাগ ফ্যাভিপিরাভির। জাপানে ইতিমধ্যেই অ্যাভিফাভির তৈরি হচ্ছে এবং সেখানে করোনা চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতো করোনার সম্ভাব্য টিকা তৈরির দৌড়ে যেমন এগিয়ে রয়েছে রাশিয়া, তেমনই করোনার ওষুধ বাজারে এনেও বিশ্ব বাজার ধরতে জোর প্রয়াস চালাচ্ছে পুতিনের দেশ।

আর ফার্মার ঘোষণা সেই ইঙ্গিতই দিয়েছে।  স্পুটনিক-ভি ভ্যাকসিন  নিয়ে বিভিন্ন দেশেও পরীক্ষানিরীক্ষার কাজ শুরু হয়েছে। এই ভ্যাকসিন সরবরাহ নিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক চু্ক্তিও সেরে ফেলেছে রাশিয়া।

আর ফার্ম জানিয়েছে, ১৬৮ জন করোনা আক্রান্তরকে তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানোর পর ওষুধের ক্ষেত্রে ছাড়পত্র মিলেছে।  সরকারি নথি  থেকে জানা গেছে যে, গত জুলাইতে হাসপাতালে করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য এই ওষুধ ছাড়পত্র পেয়েছিল।

তবে করোনাভির ট্রায়াল তেমন বড় মাপের নয়, অর্থাৎ কম সংখ্যক মানুষের উপর এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। আর ফার্ম ইতিমধ্যেই ফার্মেসিগুলির সঙ্গে কথা বলতে শুরু করেছে। কোম্পানির মুখপাত্র জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই ওষুধ বাজারে আসবে। সম্ভবত সামনের সপ্তাহের রাশিয়ায় ওষুধের দোকানগুলিতে এই ওষুধ মিলবে।