সম্প্রতি স্পেনের শহর টোসা ডে মারে আছড়ে পড়েছিল শক্তিশালী ঝড় গ্লোরিয়া। প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও সমুদ্রের বিশাল ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল শহরের জনজীবন। সেইসঙ্গে সমুদ্রের ফেনিল ঢেউ শহরের বিভিন্ন রাস্তা ভাসিয়ে দেয়।
ফেনিল ঢেউয়ে বন্দি শহরের বিভিন্ন রাস্তা ও শক্তিশালী ঝড়ে শহরের বাসিন্দাদের বিপর্যস্ত হয়ে পড়ার ভিডিও সংবাদসংস্থা রয়টার্স ট্যুইটারে শেয়ার করে। ভিডিওতে স্পেনের ক্যাটালোনিয়া অঞ্চলের বার্সেলোনার নিকটবর্তী ছোট্ট এই শহরের বাসিন্দাদের দুর্ভোগের চিত্র ধরা পড়েছে। দেখা গিয়েছে, সমুদ্রের ফেনায় ঢাকা পড়েছে শহরের বিভিন্ন রাস্তা। এরফলে হাজার হাজার মানুষ আটকে পড়েন।
ভিডিওতে দেখা গিয়েছে যে, প্রবল ঢেউ রাস্তায় ঢুকছে এবং রাস্তাগুলি সমুদ্রের সাদা ফেনায় ঢেকে যাচ্ছে।
এই ভিডিও দেখে ট্যুইটার ব্যবহারকারীদের চোখ কপালে উঠেছে। অনেকেই মনে করছেন, এটা একেবারেই স্বাভাবিক নয়। এটাই প্রকৃত জলবায়ু পরিবর্তনের নজির। নেটিজেনদের অনেকেই জলবায়ু পরিবর্তনের বিপদ ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
একজনের মন্তব্য, সমুদ্রের জলস্তর সারা বিশ্বজুড়েই বাড়ছে..আমাদের অবিলম্বে সতর্ক হতে হবে।
সংবাদসংস্থার খবর অনুসারে, ঝড়ের ফলে স্পেনের এই শহরের বিদ্যুত সরবরাহ ব্যহত হয়। খেত ভেসে গিয়েছে এবং নোনা জলে ভরে গিয়েছে। ফলে কয়েক হাজার একর হেক্টর ধানের খেত ডুবে গিয়েছে।