সোল: প্রায় তিন সপ্তাহ অজ্ঞাত স্থানে কাটানোর পর অবশেষে বিশ্বজুড়ে যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার একনায়ক কিং জং উন। কিন্তু তিনি এতদিন কোথায় ছিলেন, তাঁর শারীরিক অবস্থা কেমন, এ বিষয়ে কিছুই জানানো হয়নি। উত্তর কোরিয়ার খবর সাধারণ বাইরে আসে না। ফলে কিছুই জানার উপায় নেই। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে শুধু দেখা গিয়েছে, সহযোগীদের সঙ্গে নিয়ে একটি সারের কারখানা উদ্বোধন করছেন তিনি। আন্তর্জাতিক মহলের সন্দেহ, সারের কারখানার কথা বলা হলেও, আসলে সেখানে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে।


উত্তর কোরিয়ার একনায়ক বেশ কিছুদিন প্রকাশ্যে না আসায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু শেষপর্যন্ত দেখা গেল, তিনি সুস্থই আছেন। সরকারি সংবাদপত্রের ৬ পাতা জুড়ে তাঁর স্তুতি গাওয়া হয়েছ। তাঁর নেতৃত্ব, দেশের উন্নতিতে অবদানের ভূয়সী প্রশংসা করা হয়েছে। তিনি দেশের অর্থনীতির উন্নতি করছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন এবং করোনা ভাইরাস মোকাবিলায় সাফল্য পেয়েছেন।

ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করায় উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। ফলে উত্তর কোরিয়ায় প্রবল খাদ্য সঙ্কট ও আর্থিক সঙ্কট তৈরি হয়েছে। যদিও কিং জং উন প্রশাসনের পক্ষ থেকে সেটা স্বীকার করা হয় না।