রোম: স্বাভাবিক ছন্দে ফেরার লক্ষ্যে ধীরে ধীরে পা ফেলছে ইতালি। চলতি সপ্তাহে তিন মাস আগে দেশব্যাপী চালু হওয়া লকডাউন তুলে নেওয়ার প্রস্তুতি চলছে। ঠিক হয়েছে, বুধবার থেকে বিদেশি ট্যুরিস্টরা ফের আসতে পারবেন, দেশের মানুষও এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারবেন। তবুও সাবধানী ইতালি সরকারের হুঁশিয়ারি, নোভেল করোনাভাইরাস অতিমারী ৩৩৫০০ টি প্রাণ কেড়েছে। ফলে বর্তমান পর্বই হতে চলেছে সবচেয়ে বিপজ্জনক ধাপগুলির অন্যতম। তাই ফের প্রাণঘাতী ভাইরাসের মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রোধ করতে সাধারণ মানুষ যেন অবশ্যই সামাজিক দূরত্ববিধি মেনে চলেন, মাস্ক পরে থাকেন। কিন্তু এই সতর্কবার্তার মধ্যেই দেশের এক নামী ডাক্তারের দাবি, বাস্তবে ইতালিতে করোনাভাইরাসের আর অস্তিত্ব নেই, যা ঘিরে বিতর্ক চলছে। উত্তরের লোম্বার্ডি অঞ্চলের রাজধানী মিলানের সান রাফেলে হাসপাতালের প্রধান অ্যালবার্তো জাঙ্গরিলো এক সাক্ষাত্কারে বলেছেন, গত ১০দিনে যত লালারস পরীক্ষা করা হয়েছে, তাতে এমন এক ধরনের ভাইরাল লোড মিলেছে যা, এক বা দু মাস আগে পরীক্ষা করা লালারসে মেলা লোডের তুলনায় অতি ক্ষুদ্র, শক্তিহীন। প্রসঙ্গত, ইতালিতে করোনাভাইরাস অতিমারীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লোম্বার্ডি অঞ্চলের।
ভীতি ছড়িয়ে দেশকে সন্ত্রস্ত করে তোলার দায় কাউকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন জাঙ্গরিলো। নতুন করোনাভাইরাস তেজ, শক্তি হারাচ্ছে বলেও তাঁর দাবি।
স্বাভাবিক ভাবেই করোনা সংক্রমণ-পরবর্তী অভিজ্ঞতার নিরিখে এমন বক্তব্যে বিস্মিত অনেকে। দেশের স্বাস্থ্য দপ্তরও এখনই সন্তুষ্ট, উল্লসিত হওয়ার সময় হয়নি বলে জানিয়েছে। অন্য বিশেষজ্ঞরাও এ ব্য়াপারে সহমত। দেশের স্বাস্থ্য দপ্তরের আন্ডার সেক্রেটারি সান্দ্রা জাম্পা এক বিবৃতিতে বলেছেন, ভাইরাসটা উধাও হয়ে গিয়েছে, এটা বলার মতো কোনও বিজ্ঞানসম্মত তথ্যপ্রমাণ না পাওয়া পর্যন্ত যাঁরা এ ব্যাপারে নিশ্চিত, তাঁদের বলব, ইতালির মানুষকে বিভ্রান্ত করবেন না। ন্যাশনাল হেলথ কাউন্সিলের প্রধান ফ্র্যাঙ্কো লোকাতেল্লি জানিয়েছেন, তিনি হতভম্ব জাঙ্গরিলোর মন্তব্যে। তিনি বলেছেন, প্রতিদিন দেশে নতুন নিশ্চিত পজিটিভ সংক্রমণের সংখ্যাই যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে, ইতালিতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ লাগাতার ঘটছেই। করোনাভাইরাস নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বা তার শক্তিক্ষয় হয়েছে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। রবিবারই ৩৫৫টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, যার বেশিরভাগই লোম্বার্ডি এলাকায়।
রবিবারই ৩৫৫টি নতুন সংক্রমণ! অথচ ইতালির প্রথম সারির ডাক্তারের দাবি, করোনাভাইরাসের অস্তিত্বই আর নেই! বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2020 04:43 PM (IST)
স্বাভাবিক ভাবেই করোনা সংক্রমণ-পরবর্তী অভিজ্ঞতার নিরিখে এমন বক্তব্যে বিস্মিত অনেকে। দেশের স্বাস্থ্য দপ্তরও এখনই সন্তুষ্ট, উল্লসিত হওয়ার সময় হয়নি বলে জানিয়েছে। অন্য বিশেষজ্ঞরাও এ ব্য়াপারে সহমত।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -