ওয়াশিংটন: উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের অসুস্থতা নিয়ে বিশ্বজুড়ে জল্পনার মধ্যেই এক নতুন তথ্য দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। উত্তর কোরিয়ার উপর নজরদারি চালায় সংস্থাটি। সেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ২১ ও ২৩ এপ্রিল উনসানের ‘লিডারিপ স্টেশন’-এ বিশেষ ট্রেন দাঁড়িয়েছিল। ওই স্টেশনটি কিম পরিবারের ব্যবহারের জন্য সংরক্ষিত। সেই ট্রেনে চড়ে কিম জং উন কোথাও গিয়েছেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। ওখানে ট্রেন দাঁড়িয়েছিল মানেই এমন নয় যে কিম জং উন সেখানেই আছেন। এ থেকে তাঁর স্বাস্থ্যের বিষয়েও কিছু বলা যাবে না। তবে একটা কথা বলা যায়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে কোনও একটি জায়গায় আছেন তিনি।’
এ মাসের ১৫ তারিখ ঠাকুর্দা কিম ইল সুংয়য়ের জন্মদিবসের অনুষ্ঠানে গরহাজির ছিলেন কিম জং উন। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কিং জং উনকে শেষবার দেখা গিয়েছিল এ মাসের ১১ তারিখ। সেদিন তিনি একটি বৈঠকে যোগ দেন। এরপর থেকেই তাঁর বিষয়ে আর কোনও খবর পাওয়া যাচ্ছে না। উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের জন্য চিন থেকে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা বেড়েছে।
বাবার মৃত্যুর পর ২০১১ সালে ক্ষমতা অধিকার করেন কিম জং উন। তাঁর উত্তরসূরি হিসেবে এখনও কাউকে চিহ্নিত করা হয়নি। সেই কারণে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে সারা বিশ্বের আগ্রহ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, অসুস্থতার খবর সত্যি নয়। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, কিম জং উন অসুস্থ এবং তাঁর চিকিৎসা চলছে। এ বিষয়ে অবশ্য নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
কিম জং উনের জন্য বিশেষ ট্রেন গিয়েছিল? অসুস্থতা নিয়ে জল্পনার মধ্যেই মার্কিন সংস্থার রিপোর্টে চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 01:43 PM (IST)
এ মাসের ১৫ তারিখ ঠাকুর্দা কিম ইল সুংয়য়ের জন্মদিবসের অনুষ্ঠানে গরহাজির ছিলেন কিম জং উন। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -