সোশ্যাল মিডিয়া সাইট ট্যুইটার এর আগে একাধিকবার ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে জুড়ে দিয়েছিল আপত্তিকর কথাবার্তার তকমা। বুধবারও ফের একবার ঘটল তেমনটা। প্রকাশ্যে মুখ খোলার আগে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেন, প্রতিপক্ষ জো বিডেনের ডেমোক্র্যাটরা ভোটচুরির চেষ্টা করছেন।
ট্রাম্প তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রথমে বড় ঘোষণার কথা জানানোর পর আর একটি টুইটে লেখেন, ‘আমরা বড় ব্যবধানে এগিয়ে। তবে ওঁরা ভোটে চুরির চেষ্টা চালাচ্ছে। তেমনটা কখনই হতে দেব না। ভোটের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আর ভোট দেওয়া যাবে না।’
কিছুক্ষণের মধ্যেই যে ট্যুইটটিকে ফ্ল্যাগ করে দেয় ট্যুইটার কর্তৃপক্ষ। সংস্থার নিয়মানুযায়ী, আপত্তিকর কথাবার্তা বা মিথ্যে তথ্য দিলে সেক্ষেত্রে তারা ফ্ল্যাগ করে দেবে যে কোনও টুইট।
পরে জনসমক্ষে হাজির হয়ে দ্বিতীয়বারের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ভোটে জিতে যাওয়ার ও প্রয়োজনে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন। প্রতিপক্ষ জো বিডেন অবশ্য ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেন, আমি বা ট্রাম্প কেউই বলতে পারব না কে জিতবে। ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত বিষয়টা নিয়ে অপেক্ষা করতে হবে আমাদের সকলকে।