লন্ডন: করোনা আবহে বিশ্বজুড়ে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড জেলের ব্যবহার আগের চেয়ে অনেক চেয়ে বেড়ে গিয়েছে। হাত জীবাণুমুক্ত রাখার জন্য সবাই এই তরল ব্যবহার করলেও, এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাঁদের মতে, হ্যান্ড জেল ব্যবহার করার ফলে শক্তিশালী হয়ে ‘সুপারবাগ’। এতে শরীরের ক্ষতি হচ্ছে।

ব্রিটিশ বিজ্ঞানী অ্যান্ড্রু ক্যাম্প বলছেন, ‘অ্যালকোহল-যুক্ত হ্যান্ড জেল ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে হাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে যাওয়ার সুযোগ পায়। গ্লাভস এই ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস আটকাতে পারে না। তাই যত বেশি সম্ভব সাবান ও জল দিয়ে হাত ধোয়া উচিত। সেটা একান্ত সম্ভব না হলে তবেই হ্যান্ড জেল বা স্যানিটাইজার ব্যবহার করা উচিত। তবে এগুলির ব্যবহার সীমিত হওয়াই বাঞ্চনীয়। কারণ, অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার করোনা ভাইরাস পুরোপুরি দূর করে, এটা এখনও প্রমাণ করা যায়নি। যদি ধরেও নেওয়া যায়, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার ফলে ৯৯.৯ শতাংশ জীবাণু নষ্ট হয়ে যায়, তাহলেও হাতে ১০ হাজারেরও বেশি ব্যাকটেরিয়া থেকে যেতে পারে। তাই প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত।’

এই বিজ্ঞানী আরও দাবি করেছেন, অ্যালকোহল-যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ‘সুপারবাগ’ নষ্ট করতে পারে না। উল্টে এই ধরনের জেল বা স্যানিটাইজার ব্যবহার করার ফলে ভাইরাসের আরও বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা থেকে যায়। তাই যত বেশি সম্ভব সাবান ও জলের ব্যবহারই স্বাস্থ্যের পক্ষে ভাল।