সারা বিশ্বে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন ডবলুএইচও প্রধান। এ বিষয়ে তিনি বলেছেন, ‘করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর আমরা চতুর্থ মাসে প্রবেশ করেছি। সারা বিশ্বে যেভাবে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। গত পাঁচ সপ্তাহে প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে সংক্রমণ। গত সপ্তাহে মৃত্যুর হার দ্বিগুণ হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ এবং মৃতের সংখ্যা ৫০ হাজারে পৌঁছে যাবে।’
অনেক দেশই এরকম সামাজিক প্রকল্প চালু করতে পারবে না, মোদি সরকারের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2020 02:56 PM (IST)
সারা বিশ্বে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন ডবলুএইচও প্রধান।
ছবি সৌজন্যে ট্যুইটার
জেনিভা: করোনা ভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবলুএইচও)। ভারতের গরিব মানুষের জন্য ১.৭৪ লক্ষ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার, সেটির বিশেষ প্রশংসা করেছেন ডবলুএইচও প্রধান টেড্রোস গেব্রিয়াস। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘বেশ কয়েকটি দেশ সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য লকডাউন জারি করেছে। মানুষকে বাড়িতে থাকতে বলা হচ্ছে। কিন্তু এর ফলে গরিব মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন। যাঁদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তাঁরা যাতে এই সঙ্কটের মুহূর্তে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পান, সেটা নিশ্চিত করার জন্য আমি সব দেশের সরকারকেই সামাজিক কল্যাণ প্রকল্প চালু করতে বলেছি। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২৪০ কোটি মার্কিন ডলারের প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে বিভিন্ন সুযোগ-সুবিধার আওতার বাইরে থাকা ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাবার দেওয়া, ২০.৪ কোটি গরিব মহিলার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা পাঠানো এবং আগামী তিন মাসের জন্য ৮ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অনেক উন্নয়নশীল দেশই এই ধরনের সামাজিক প্রকল্প রূপায়ণ করতে গিয়ে সমস্যায় পড়বে। ওই দেশগুলির কাছে মানুষের জন্য কাজ করা এবং আর্থিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ঋণ শোধ করা জরুরি।’
সারা বিশ্বে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন ডবলুএইচও প্রধান। এ বিষয়ে তিনি বলেছেন, ‘করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর আমরা চতুর্থ মাসে প্রবেশ করেছি। সারা বিশ্বে যেভাবে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। গত পাঁচ সপ্তাহে প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে সংক্রমণ। গত সপ্তাহে মৃত্যুর হার দ্বিগুণ হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ এবং মৃতের সংখ্যা ৫০ হাজারে পৌঁছে যাবে।’
সারা বিশ্বে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন ডবলুএইচও প্রধান। এ বিষয়ে তিনি বলেছেন, ‘করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর আমরা চতুর্থ মাসে প্রবেশ করেছি। সারা বিশ্বে যেভাবে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। গত পাঁচ সপ্তাহে প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে সংক্রমণ। গত সপ্তাহে মৃত্যুর হার দ্বিগুণ হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ এবং মৃতের সংখ্যা ৫০ হাজারে পৌঁছে যাবে।’
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -