Israel Palestien Conflict: গত দু'দিন ধরে ইজরায়েলের উপর রকেট হামলা চালাচ্ছে হামাস। পাল্টা জবাব দিয়েছে ইজরায়েলও। উভয় পক্ষেই ক্রমশ বাড়ছে আহত এবং নিহতের সংখ্যা। বিগত দু'দিন ধরে হামাস বাহিনীর নাগাড়ে রকেট হামলার পর কড়া পদক্ষেপ নিয়েছে ইজরায়েল। গাজা উপত্যকার জন্য 'কমপ্লিট সিজ' অর্থাৎ সম্পূর্ণ অবরোধের ঘোষণা করেছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। এর প্রভাব পড়েছে প্রায় ২.৩ মিলিয়ন সাধারণ মানুষের উপর। কারণ সম্পূর্ণ অবরোধের জেরে একেবারে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ, খাবার, জল এবং গ্যাস সরবরাহের পরিষেবা।
আদতে তিনদিন ধরে যুদ্ধ চলছে ইজরায়েল এবং হামাসের মধ্যে। ইতিমধ্যেই ৮০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে ইজরায়েলে। এর মধ্যে রয়েছেন মার্কিন এবং নেপালি নাগরিকরাও। নিহতদের মধ্যে ইজরায়েলি নাগরিকও রয়েছেন অসংখ্য। অন্যদিকে গাজা উপত্যকায় ইজরায়েলের পাল্টা হামলায় মৃতের সংখ্যা প্রায় ৬০০ হতে চলেছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। সোমবার অর্থাৎ ৯ অক্টোবর সকালেও বারংবার রকেট হামলা চালিয়েছে হামাস। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ইজরায়েলের আকাশ।
গত শনিবার আচমকাই ইজরায়েলে হামলা শুরু করে হামাস। নিমেষে রক্তাক্ত হয় ইজরায়েলের মাটি। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, বিগত ৫০ বছরে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়নি। হামাসের এই আক্রমণের ফলে ইজরায়েলের পরস্থিতির বাস্তবিক স্তরে পরিবর্তন হয়েছে। পাল্টা জবাবে যেহেতু গাজায় হামাসের ঘাঁটিতে ইজরায়েল এয়ার স্ট্রাইক করেছে তাই বন্ধ করে দেওয়া হয়েছে খাবার, জল, বিস্যুৎ-সহ একাধিক পরিষেবা। ইজেদের দেশের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল।
অন্যদিকে আবার জানা গিয়েছে, ইজরায়েলের সেনা সীমান্ত এলাকার দখল পুনরায় ফিরে পেয়েছে। হামাস বাহিনী এই এলাকা দিয়েই অনুপ্রবেশ করে হামলা শুরু করেছিল। কিন্তু এখনও প্যালেস্তাইন সেনাবাহিনীর তরফে রকেট হামলা বন্ধ হয়নি। এদিকে ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্বের পরিস্থিতিতে গাজা উপত্যকায় ইজরায়েলের 'কমপ্লিট সিজ' ঘোষণা করার সিদ্ধান্তে খুশি নন রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টোনিও গুয়েত্রেস। তিনি জানিয়েছেন ইজরায়েলের এই সিদ্ধান্তে তিনি গভীরভাবে ব্যথিত। এই সিদ্ধান্তের জেরে গাজায় পরিস্থিতির এবং নাগরিকদের মানবিক অবস্থার দ্রুত অবনতি হওয়ার আশঙ্কাও করেছেন তিনি। গাজার বায়ু সীমানার নিয়ন্ত্রণ নিয়েছে ইজরায়েল। এর পাশাপাশি নজরদারি চলছে উপকূলবর্তী অঞ্চলেও। সীমান্তবর্তী এলাকা দিয়ে কোন জিনিস ঢুকছে বা বেরোচ্ছে, কারা নিয়ে যাচ্ছেন- সব দিকেই কড়া পর্যবেক্ষণ রয়েছে ইজরায়েলের।
আরও পড়ুন- ইজরায়েলে আচমকা হামলায় হামাসকে মদত দিয়েছে ইরান! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য