টোকিও(জাপান) : মারা গেলেন মাকি কাজি। "গডফাদার অফ সুদোকু" নামে পরিচিত তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর। জাপানে প্রথম ধাঁধা ম্যাগাজিন প্রতিষ্ঠা করার আগে একটি প্রিন্টিং সংস্থায় কাজ করতেন মাকি কাজি। বিশ্ববিদ্যালয় ড্রপআউট কাজি একটি সংখ্যা ধাঁধা থেকে ইঙ্গিত পেয়ে তার ভিত্তিতে সুদোকু তৈরি করেছিলেন।


যুক্তি ধাঁধা(লজিক পাজল) মানুষকে ৯X৯ ব্লকের একটি গ্রিড পূরণ করতে চ্যালেঞ্জ করে। প্রতিটি ব্লকে নয়টি বক্স থাকে যাতে সমস্ত কলাম, উল্লম্ব এবং অনুভূমিক, উভয় ক্ষেত্রেই পুনরাবৃত্তি ছাড়াই ১ থেকে ৯ নম্বর থাকে।


মাকি কাজির সংস্থা নিকোলি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, উনি গোটা বিশ্বে "গডফাদার অফ সুদোকু" নামে পরিচিত ছিলেন। যাঁরা ধাঁধা ভালোবাসেন, তাঁরা তাঁকে সম্মান করতেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, পিত্তনালীতে ক্যানসারের কারণে তাঁর মৃত্যু হয়েছে। 


প্রায় দুই দশক আগে জাপানের বাইরেও সুদোকু জনপ্রিয় হয়ে ওঠে। বিদেশের বিভিন্ন কাগজ এটা ছাপার পর থেকে। মানসিক ক্ষমতা তীক্ষ্ণ রাখার উপায় হিসেবে প্রশংসিত হয় সুদোকু। বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি মানুষ নিয়মিত ধাঁধাগুলি চেষ্টা করেন বলে অনুমান করা হয়। ২০০৬ সাল থেকে প্রতি বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।


তাঁর ত্রৈমাসিক ম্যাগাজিনের পাঠকদের থেকে সাহায্য নিয়ে কাজি নিয়মিত ধাঁধা বানিয়ে যেতেন। শরীর ভাল যাচ্ছিল না বলে জুলাইয়ে সংস্থার প্রধানের দায়িত্ব ছেড়ে দেন। এর পর অগাস্টে মৃত্যু। ২০০৭ সালে বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যখন ধাঁধা নিয়ে কোনও নতুন ধারণার হদিস মেলে তখন আমি অভিভূত হয়ে পড়ি। এটা অনেকটা ধনসম্পত্তির খোঁজ পাওয়ার মতো মনে হয় আমার কাছে। এর জেরে টাকা আসবে বলে নয়, এটা সম্পূর্ণভাবে সমাধান করার চেষ্টা থেকে যে উত্তেজনা তৈরি হবে তার জন্য।