কলকাতা: বেসরকারি ইকুইটি ফার্ম কেকেআর জিও প্ল্যাটফর্মসে ১১,৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করল। জিও-র ২.৩২ শতাংশ শেয়ার কিনেছে তারা। এর ফলে জিও প্ল্যাটফর্মসের ইকুইটি ভ্যালু দাঁড়াল ৪.৯১ লাখ কোটি টাকা ও এন্টারপ্রাইজ ভ্যালু ৫,১৬ লাখ কোটি।
এশিয়ায় এটাই কেকেআর-এর বৃহত্তম বিনিয়োগ। গত মাসে ফেসবুক, সিলভার লেক, ভিস্তা ও জেনারেল আটলান্টিক জিও প্ল্যাটফর্মসে বিনিয়োগ করেছে। সব মিলিয়ে বিনিয়োগ হয়েছে ৭৮,৫৬২ কোটি টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা জিও প্ল্যাটফর্মসের ৩৮৮ মিলিয়নের বেশি গ্রাহক রয়েছেন। ২২ এপ্রিল ফেসবুক তাদের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে ৪৩,৫৭৪ কোটি টাকায়। এর কদিনের মধ্যে বিশ্বের বৃহত্তম টেক ইনভেস্টর সিলবার লেক ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে ৫,৬৬৫.৭৫ কোটিতে। ৮ মে আমেরিকার ভিস্তা ইকুইটি পার্টনার্স ২.৩২ শতাংশ শেয়ার কিনেছে ১১,৩৬৭ কোটি টাকায়। ১৭ তারিখ আন্তর্জাতিক ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিক ৬,৫৯৮.৩৮ কোটি টাকায় কিনেছে ১.৩৪ শতাংশ শেয়ার।
ডিজিটাল ইকোসিস্টেমে বিরাট বিনিয়োগ করেছে জিও প্ল্যাটফর্মস। ব্রডব্যান্ড কানেক্টিভিটি, স্মার্ট ডিভাইস, ক্লাউড অ্যান্ড এজ কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালিসিস, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, অগমেন্টেড অ্যান্ড মিক্সড রিয়্যালিটি ও ব্লকচেন পড়ছে এর মধ্যে।
এবার বেসরকারি ইকুইটি ফার্ম কেকেআর কিনল জিও-র শেয়ার, ১১,৩৬৭ কোটিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2020 04:37 PM (IST)
ডিজিটাল ইকোসিস্টেমে বিরাট বিনিয়োগ করেছে জিও প্ল্যাটফর্মস। ব্রডব্যান্ড কানেক্টিভিটি, স্মার্ট ডিভাইস, ক্লাউড অ্যান্ড এজ কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালিসিস, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, অগমেন্টেড অ্যান্ড মিক্সড রিয়্যালিটি ও ব্লকচেন পড়ছে এর মধ্যে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -