বেঙ্গালুরু: কৃষি বিল বিরোধী কৃষকদের সম্পর্কে আপত্তিকর ট্যুইটের অভিযোগে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে কর্নাটকের সংশিষ্ট এক্তিয়ার থাকা থানাকে নির্দেশ দিল টুমাকুরুর ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
‘ক্যুইন’ অভিনেত্রীর বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট @কঙ্গনা টিম থেকে আপত্তিকর বক্তব্য প্রকাশের অভিযোগ দায়ের করেন জনৈক আইনজীবী রমেশ নায়েক এল। কঙ্গনার ট্য়ুইটে বলা হয়েছিল, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে যেসব লোকজন গুজব, ভুল তথ্য ছড়িয়ে দাঙ্গা ঘটিয়েছিল, তারাই এখন কৃষি বিল নিয়েও ভুল খবর ছড়াচ্ছে, দেশে সন্ত্রাস ছড়াচ্ছে! ওরা সন্ত্রাসবাদী। আমি কী বলেছিলাম, ভাল করেই জানেন। শুধু গুজব, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
কৃষিবিল ও কৃষকদের কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) দেওয়া নিয়ে সংশয়, বিভ্রান্তি কাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ট্যুইটের প্রতিক্রিয়ায় গত ২০ সেপ্টেম্বরের ট্যুইটে কঙ্গনা লেখেন, প্রধানমন্ত্রী, কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায়। কেউ কিছু না বুঝলে তাকেও বোঝানো যায়, কিন্তু কেউ ঘুমিয়ে থাকার নাটক করলে বা বুঝতে না-ই চাইলে কী করা যাবে? এরা হল সেই একই সন্ত্রাসবাদী। সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) একজনেরও নাগরিকত্ব বাতিল হয়নি, কিন্তু ওরা এতখানি রক্ত ঝরাল!
ওই আইনজীবীর অভিযোগ, অভিযুক্তের এই ট্যুইটের স্পষ্ট উদ্দেশ্য ছিল, কৃষি বিলের বিরোধীদের অপমান করা, দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে উসকানি দেওয়া, সমাজের তরুণ প্রজন্মের মধ্যে হিংসার সংস্কৃতি ছড়ানো। কঙ্গনার ট্যুইটে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত হতে পারে বলেও অভিযোগ তোলা হয়েছে আইনজীবীর পিটিশনে। বলা হয়েছে, না কোনও পুলিশকর্তা না সরকার, কেউই নিজে থেকে এহেন কাজকর্ম নিয়ন্ত্রণ, দমনে কোনও উদ্যোগ নেয়নি, উল্লিখিত অভিযুক্তের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করতেও ব্যর্থ হয়েছে।
অভিযোগকারী বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ৫০৪, ১০৮ অনুচ্ছেদে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়ার দাবি করেন।