নয়া দিল্লি: হিজাব বিতর্কে তোলপাড় কর্ণাটক। কর্ণাটকের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ। এবার সেই ইস্যুতে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কর্ণাটকের কলেজ মুসলিম মেয়েদের হিজাব পরা নিয়েই এখন দেশজুড়ে ঝড় উঠছে। ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে ছাত্রীদের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন একাধিক রাজনৈতিক নেতারা। এবার কর্ণাটকের কলেজের ছাত্রীদের সমর্থনে কথা বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। 


সোনিয়া কন্যা বলেন, ‘বিকিনি হোক, ঘুংঘাট হোক, জিন্সের জোড়া হোক বা হিজাব হোক, তিনি কী পরতে চান তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একজন নারীর। এই অধিকারটি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। নারীদের হয়রানি বন্ধ করুন।’ অন্যদিকে, নোবেল বিজয়ী সমাজ কর্মী মালালা ইউসুফজাইও হিজাব বিতর্কে মুখ খুলেছেন৷ তিনি মহিলাদের অধিকার রক্ষার আবেদন জানিয়েছেন৷ ক্ষোভ প্রকাশ করে মালালা বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের পড়াশোনা ও হিজাবের মধ্যে একটাকে বেছে নিতে বলছে৷ যা ভয়ঙ্কর৷’’                                       


আরও পড়ুন, কর্ণাটক ছাড়িয়ে অন্য রাজ্যেও ছড়াচ্ছে হিজাব-বিতর্ক, বিক্ষোভ দিল্লিতে, মহারাষ্ট্রে স্বাক্ষর সংগ্রহ অভিযান


টুইট করে মালালা লেখেন, ‘‘কলেজ আমাদের পড়াশোনা এবং হিজাবের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করছে”। মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে দিতে অস্বীকার করা ভয়ঙ্কর। নারীর অবজেক্টিফিকেশন বজায় থাকে-কম বা বেশি পরার জন্য। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে।’’


প্রসঙ্গত, অশান্তি ছড়ালে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি কর্ণাটক সরকারের। আইন নিজের হাতে না নেওয়ার আবেদন কর্ণাটক সরকারের। কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি। হিজাব বিতর্কে আজ ফের কর্ণাটক হাইকোর্টে শুনানি। প্রতিবাদী মহিলাকে কুর্নিশ, মন্তব্য মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসির। মহিলারা কে কী পরবেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়, ট্যুইট প্রিয়ঙ্কা গাঁধীর। হিজাব বিতর্কের অবসান চেয়ে মহারাষ্ট্রে সই সংগ্রহ অভিযান।