কলকাতা: হাতের কাছেই ছিলেন দাতা। করোনা আবহের মধ্যেও ঠিক হয়ে গিয়েছিল অস্ত্রোপচারের তারিখ। তার পরেও সব হিসেব ওলটপালট করে দিয়েছিল সেই কোভিড-১৯! শেষমেশ করোনাকে হারিয়ে আর একজনকে জীবনযুদ্ধে জয়ী করলেন এক মহিলা। হাসি মুখে বাড়ি ফিরলেন দুই যোদ্ধা।
আর এন টেগোর হাসপাতালে ভর্তি ছিলেন কলকাতারই বাসিন্দা বছর ৪২-এর অশেষকুমার পাত্র। পরিবার সূত্রে দাবি, জরুরি ভিত্তিতে দরকার ছিল লিভার প্রতিস্থাপনের।
দাতা হিসেবে পাওয়া গিয়েছিল পরিচিত এক মহিলাকে। ঠিক হয়ে গয়েছিল অপারেশনের তারিখ। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে মহিলা করোনা আক্রান্ত।
আকাশ ভেঙে পড়ে দুই পরিবারের মাথায়। মহিলাকে রাখা হয় আইসোলেশনে। পিছিয়ে যায় অস্ত্রোপচার। করোনামুক্তির পর শেষমেশ গত ১১ তারিখ ১৫ ঘণ্টা ধরে হয় সফল অস্ত্রোপচার।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান দাতা ও গ্রহীতা।