জয়ন্ত পাল, দমদম : দিনকয়েক আগেই পূর্ব বর্ধমানের মেমারিতে ব্যাঙ্কে ঢুকে ভল্ট ভাঙার আগেই পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল চার দুষ্কৃতী। সেরকমই এবার ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া চার দুষ্কৃতী ধরা পড়ল দমদম পার্কে। ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলা হবে।
গতকাল দমদম পার্কে ডাকাতির লক্ষ্য নিয়ে জড়ো হয় চার জনের ডাকাত দল। সেইসময় লেকটাউন থানার টহলদারি গাড়ির পুলিশের তাদের দেখে সন্দেহ হয়। তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই চার দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের গ্রেফতার করে ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়।
গত মঙ্গলবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে সাহানুই এসকেইউএস সমবায় ব্যাঙ্কে হানা দিয়েছিল একটি দুষ্কৃতী দল। শাটার ভেঙে ভিতরে ঢোকে তারা। ব্যাঙ্কের আধিকারিক মোবাইলে সিসি ক্যামেরার ফিড থেকে বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে তাঁরা মেমারি থানায় বিষয়টি জানান। ব্যাঙ্কের ভল্ট ভাঙার আগেই মেমারি থানার ওসি দেবাশিস নাগের নেতৃত্বে ব্যাঙ্ক ঘিরে ফেলে পুলিশ।
ব্যাঙ্কের নিচে থাকা কয়েকজন দুষ্কৃতী পুলিশ দেখে চম্পট দেয়। মেমারি থানার ওসি দেবাশিস নাগের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে দেখে সমবায় ব্যাঙ্কের শাটার অর্ধেক নামানো রয়েছে। ভিতরে কয়েকজন রয়েছে। পুলিশ প্রথমে দুষ্কৃতীদের আত্মসমর্পণ করার জন্য বলে। কিন্তু, পুলিশের কথায় কোনও কর্ণপাত না করায় পুলিশ ভিতরে ঢুকে ৪ জনকে গ্রেফতার করে। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। যদিও পরে এ প্রসঙ্গে পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে সিভিক ভলান্টিয়ারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তারও কয়েকদিন আগে ব্যাটারি চুরি চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করেছিল মেমারি থানার পুলিশ। জাতীয় ও রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ব্যাটারি চুরি করত ওই চক্রের সঙ্গে জড়িত দুষ্কৃতীরা। এবার দমদম পার্কে ডাকাতির লক্ষ্য নিয়ে জড়ো হয় চার জনের ডাকাত দল পুলিশের জালে ধরা পড়ল।