কলকাতা: হাসপাতালে মৃত্যু বছর ৩৮-এর ব্যক্তির। ৪ বন্ধুর বিরুদ্ধে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খাস কলকাতায়, রবীন্দ্র সরোবর থানা এলাকায়। মৃতের পরিবারের দাবি, লেক থানা এলাকার রহিম ওস্তাগর লেনের বাসিন্দা প্রবীর দাস। পরিবারের দাবি, ভাইফোঁটা নিতে যাওয়ার কথা বলে সোমবার বাড়ি থেকে বেরোন। ঢাকুরিয়ার পঞ্চাননতলায় এক বন্ধুর বাড়িতে যান।
মৃতের পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জেরে ট্রেন লাইনের ধারে এক নির্জন জায়গায় তাঁকে মারধর করে বন্ধুরা। গুরুতর আহত অবস্থায় ওইদিন রাতে তাঁকে সাদার্ন অ্যাভিনিউয়ে রাস্তার ধারে ফেলে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রবীরকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার মৃত্যু হয়। ওই দিনই রবীন্দ্র সরোবর থানায় চার বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযুক্তদের মধ্যে একজনের আগে অপরাধের নজির রয়েছে বলে মৃতের পরিবারের দাবি।
মৃতের পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জেরে চার বন্ধু মিলে আগে থেকে ষড়যন্ত্র করে পিটিয়ে মেরেছে। মৃতের মায়ের অভিযোগ, মারা যাওয়ার আগে ছেলে আমাকে বলে গেছে, ওর বন্ধুরাই ওকে মারধর করেছে। মৃতের দাদা জানান, 'চার বন্ধুর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি।'
কোনও মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে যাননি ওই ব্যক্তি, এমনটাই পুলিশ সূত্রে খবর। ময়নাতদন্ত হবে এসএসকেএম-এ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তদন্ত এগোবে।তবে যে জায়গায় মারধর করা হয়েছে বলে অভিযোগ, সেই জায়গাটি বালিগঞ্জ জিআরপি-র মধ্যে পড়ে। তাই রবীন্দ্র সরোবর থানার পুলিশ জিআরপি-র সঙ্গেও কথা বলছে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
ভাইফোঁটার নাম করে বাড়িতে ডেকে মারধর! এসএসকেএমে মৃত্যু, ঢাকুরিয়ার ঘটনা ঘিরে উঠছে নানা প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2020 12:46 PM (IST)
ভাইফোঁটার দিন ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ। চার বন্ধুর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় খুনের মামলা রুজু মৃতের পরিবারের। অভিযোগ, ওই ব্যক্তিকে মারধর করে বন্ধুরা। গুরুতর জখম অবস্থায় সাদার্ন অ্যাভিনিউয়ে ফেলে যাওয়া হয়। এসএসকেএমে ভর্তি করার পর গতকাল মৃত্যু হয় ওই ব্যক্তির।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -