আবীর দত্ত, কলকাতা: করোনার থাবায় বন্ধ হল পার্ক স্ট্রিটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা। জানা গিয়েছে, ৪৬ জন ব্যাঙ্ককর্মীর মধ্যে ৩৫ জনই সংক্রমিত। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের এসবিআইয়ের শাখা আপাতত বন্ধ হল।শেক্সপিয়র সরণির এসবিআই ব্রাঞ্চেও বেশিরভাগই সংক্রমিত। ৫০ জন কর্মীর ৪৬ জনই সংক্রমিত। যদিও এখনও পরিষেবা জারি রয়েছে এসবিআইয়ের ওই শাখায়। 


এদিকে, ফের বেলাগাম করোনার সংক্রমণ, কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন। ২৫ থেকে একলাফে কলকাতার কনটেনমেন্ট জোন বেড়ে ৪৮। দেশে করোনায় দৈনিক সংক্রমণ একলাফে বাড়ল ৫৫%। ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ছাড়াল আক্রান্তর সংখ্যা। গত ৮ দিনে দেশে ৬ গুণেরও বেশি সংক্রমণ। সংক্রমণের হার দশমিক ৭৯ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ পার। সংক্রমণের হারে মহারাষ্ট্রের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। দেশের ২৮ জেলার পরিস্থিতি সবথেকে ভয়াবহ। ১০ শতাংশের উপরে সংক্রমণের হার দেশের ২৮ জেলায়। 


অন্যদিকে, স্বাস্থ্য ভবনেও করোনার হানা, ৬৬জন আক্রান্ত। স্বাস্থ্য ভবনের ৬৬জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। ১৩৭জনের নমুনা পাঠানো হয়েছিল কল্যাণীতে, ৬৬জনের পজিটিভ। এছাড়াও ২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট। এর আগেই কমিশনেও করোনার হানা। ১৭জন পর্যবেক্ষকের মধ্যে ৫জন করোনা আক্রান্ত। ‘কোভিড বিধি ভাঙলে বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ, ৪ পুরসভায় ভোট নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল কমিশন। রাজ্যে নির্বাচন কমিশনের তরফে জানান হয়েছে, খোলা মাঠে ৫০০ জনের বদলে ২০০জনকে নিয়ে সভার ভাবনা। আসানসোলের তৃণমূল প্রার্থী সংক্রান্ত তথ্য তলব। 


এরই মধ্যে করোনা আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম বদল স্বাস্থ্যমন্ত্রকের। নির্দেশিকায় উল্লেখ, হোম আইসোলেশনের ক্ষেত্রে ১৪ দিনের সময় কমে হল ৭ দিন। সেক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা তিনদিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। পাশাপাশি, আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদেরও কোভিড টেস্ট করাতে হবে না, শুধুমাত্র চিকিত্সককে দিয়ে পরীক্ষা করালেই চলবে। জানাল স্বাস্থ্যমন্ত্রক।যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফের পরামর্শ দিয়েছে, করোনা আক্রান্তদের ১৪ দিন আইসোলেশনে থাকার।