সন্দীপ সরকার, কলকাতা: বৃহস্পতিবার বিকেলের ধাপার মাঠ। বিকেল সাড়ে ৩টে থেকে ৪টে । এই আধঘণ্টায় কম করে হলেও, একে একে ২০টি মৃতদেহ এসে পৌঁছল ধাপার মাঠে।
প্রায় ২০টি মৃতদেহ শোয়ানো।সবকটিই প্লাস্টিকে মোড়া। কোনও মৃতদেহের সঙ্গে এসেছেন এক-দু’জন আত্মীয়। কোনও মৃতদেহ আবার সঙ্গীহীন। দেহ রাখা হচ্ছে অস্থায়ী মর্গে।
এখানে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় করোনা আক্রান্তদের মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। সরকারি ভাবে কোভিড মৃতদেহও যেমন আসছে ধাপায়, তেমনই কোভিড পজিটিভ রিপোর্ট আসার আগেই যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের দেহও আসছে। কিন্তু খাতায় কলমে সেগুলো কিন্তু কোভিডে মৃত নয় সরকারি হিসেবে।
একের পর এক দেহ রাখা হচ্ছে অস্থায়ী মর্গে। সেখান থেকে ইলেকট্রিক চুল্লিতে। চিমনি দিয়ে অনর্গল বেরোচ্ছে মানুষ পোড়া ধোঁয়া। পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের সহনাগরিকরা।
টোয়েন্টি ফোর ইন্টু সেভেন। দেহ আসছে । দেহ জমছে। দেহ পুড়ছে। বাড়তে বাড়তে ভারতে বীভৎস চেহারা নিয়েছে করোনা! এবার একদিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৩ লক্ষ! বিশ্বে যা কোনওদিন হয়নি, ভারতের বুকে তাই ঘটল! সেইসঙ্গে পরপর দু’দিন ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি মৃত্যু হল এদেশে।
গ্রাফ আউট
মঙ্গলবার একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। বুধবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হন ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন।বৃহস্পতিবার সমস্ত রেকর্ড ভেঙেচুরে, আতঙ্ক, কাঁপুনি আরও বাড়িয়ে সেই সংখ্যাটা পৌঁছে গেল ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫-এ।
ভোটের মধ্যেই রাজ্যে আরও বেলাগাম করোনা। ৫৬জনের মৃত্যু হল একদিনে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১২ হাজার ছুঁইছুঁই। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার আরও কমে ৮৯%। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ২৬৪৬, ১৪জনের মৃত্যু ।উঃ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ২৩৭২, ১৩জনের মৃত্যু।
বারাণসী বা লখনউয়ের শ্মশানঘাটের ছবি। সার দিয়ে জ্বলছে গণচিতা... মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কাঠ... আবার সাজানো হচ্ছে চিতা...পুড়ে যাচ্ছে করোনা আক্রান্তর মৃতদেহ... ....