কলকাতা: পুজোর পর করোনার বাড়বাড়ন্তের মধ্যেই এবার ডেঙ্গি নিয়ে আশঙ্কা। আজ ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠক করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই বৈঠকে রাজ্যের ৪৩টি পুর এলাকার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।


বৈঠকে সিদ্ধান্ত হয়ছে, যে বাড়িতে ডেঙ্গি আক্রান্তের সন্ধান পাওয়া যাবে তার ৫০ মিটারের মধ্যে ফিভার সার্ভে করতে হবে। ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিললেই জানাতে হবে পুর ও নগরোন্নয়ন দফতরে। অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে মশাদমন অভিযানের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 


রাজ্যের ৪৩টি পুর এলাকায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে পুরসভাগুলির সঙ্গে বৈঠক করল পুর নগরোন্নয়ন দফতর। ডেঙ্গি আক্রান্তদের বাড়ির ৫০ মিটারের মধ্যে করতে হবে ফিভার সার্ভে। ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল বাড়ি বাড়ি গিয়ে মশা দমন অভিযান। মশা মারার ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দিয়েছে পুর নগরোন্নয়ন দফতর। 


একদিকে ডেঙ্গি, অন্যদিকে করোনা। উৎসবের মরসুমে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে ফের দৈনিক করোনার সংক্রমণ হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৭৬, ১৫জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত ২৭২। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে জলপাইগুড়িতে একদিনে ৪জনের মৃত্যু, ২৫জন সংক্রমিত। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৫৯, ৩জনের মৃত্যু। দঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৭৯, ২জনের মৃত্যু। 


কলকাতায় করোনা সংক্রমণ বাড়ায় সতর্ক কলকাতা পুরসভা। উল্টোডাঙার মুচিবাজারে পুরসভার উদ্যোগে RTPCR টেস্ট। মূলত সুপার স্প্রেডারদের চিহ্নিত করতেই বাজার ও জনবহুল এলাকায় কোভিড পরীক্ষার উদ্যোগ পুরসভার। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়েও একইভাবে RTPCR টেস্টের উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা। 


সচেতনতা বাড়াতে পথে নামলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। চলন্ত বাসে উঠে বিধিনিষেধ মানার জন্য বোঝালেন যাত্রীদের। মাইকে প্রচার করার পাশাপাশি বিলি করা হল মাস্ক। কনটেন্টমেন্ট জোনে ঢুকেও চলল মাইকে প্রচার।