সঞ্চয়ন মিত্র, কলকাতা: এবছর ৬৪তম বর্ষে পদার্পণ করল বেহালার রায় বাহাদুর রোডের আদর্শ পল্লির পুজো। এবারে তাঁদের পুজোর থিমের নাম দেওয়া হয়েছে 'আনন্দধারা'।
কী থাকছে এই 'আনন্দধারা'-এ? কী বলছেন পুজো উদ্যোক্তারা? 'একে আমরা একটা অতিমারী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তার উপর আমাদের জীবনে এসেছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। এই দুইয়ের চাপে আমাদের জীবন থেকে যেন আনন্দগুলো একে একে হারিয়ে যাচ্ছে। আমরা মণ্ডপে এমন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি যেন মায়ের আগমনে অশুভ এই সময়ের বিনাশ হয়। একইসঙ্গে আনন্দের যে ধারা তা যেন ত্রিভুবনে ছড়িয়ে পড়ে। এটাই এই বছর আমাদের কনসেপ্ট। মা এবারে এখানে অন্নদাত্রী রূপে থাকবেন। অতিমারী ও প্রাকৃতিক দুর্যোগে প্রচুর শস্যহানি হয়েছে। মা দুর্গা যেন সেই ভাণ্ডার পুনরায় ভরিয়ে তোলেন এবং সকলের দুর্দশা মোচন করেন সেই প্রার্থনাই করব।'
মূল মণ্ডপ তৈরি হচ্ছে একটা ধানের গোলার আদলে। আর সেই আনন্দধারার মধ্যেই মা অন্নদাত্রী রূপে বিরাজ করবেন। এভাবেই সেজে উঠছে বেহালার আদর্শ পল্লির পুজো মণ্ডপ।
ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে বেহালার রায় বাহাদুর রোডে আদর্শ পল্লির পুজো। তাদের এবারের থিম 'আনন্দধারা'। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।
আরও পড়ুন: Durga Puja Preparation: ১৮ তম বর্ষে বরানগর ন'পাড়া দাদাভাই সঙ্ঘ, এবারের থিম 'সোনার বাংলা, সোনার কলস'