কলকাতা: ফের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কাশীপুর থানায় অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দা অয়ন বড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। করোনা পরিস্থিতিতে দেশে বেকারত্বের হার বাড়ছে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারকরা। উঠছে, চাকরি দেওয়ার নামে প্রতারণার একের পর এক অভিযোগ। কিছু ক্ষেত্রে গ্রেফতারও হচ্ছে অভিযুক্ত। তবু অভিযোগের সংখ্যা কমছে না। এবার কাশীপুরের বাসিন্দা অয়ন বড়ুয়া নামে এক যুবকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল।  


অভিযুক্ত কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ, অয়ন দাবি করতেন, যে তিনি মেয়রের ঘনিষ্ঠ। স্বাস্থ্যভবন, বিকাশভবন ও লালবাজারে চাকরি দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। যদিও কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান জানিয়েছেন, এভাবে সরকারি চাকরি হয় না। কাশীপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। তবে অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।