কলকাতা: বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি। উঠল ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগও। এক বছর আগে ইমেলে অভিযোগ জানানো হলেও এখনও অধরা অভিযুক্ত। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই তথ্যপ্রযুক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করল পুলিশ।
বাড়ি থেকে বেরোলেই ধর্ষণের হুমকি! ছবি সুপার ইম্পোজ করে আপলোড! আপত্তিকর মেসেজ! গত এক বছর ধরে এমনই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে মারাত্মক অভিযোগ তুলেছেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী প্রত্যুষা পাল।
এর জেরে এখন এতটাই আতঙ্কে রয়েছেন যে, বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছেন অভিনেত্রী। শনিবার এই খবর এবিপি আনন্দে সম্প্রচারের পরেই তত্পর হয় কলকাতা পুলিশ। সূত্রের খবর, কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের ধারাতেও রুজু হয়েছে মামলা।
প্রত্যুষার কথায়, আমি এর আগে তিনবার লালবাজারে গিয়েছি। অভিযোগ নেয়নি। এবিপি আনন্দে দেখানোর পর অভিযোগ নেওয়া হল। আমি এটাই চাইছিলাম, অন্তত আমার অভিযোগটা নেওয়া হোক।
অভিনেত্রী প্রত্যুষা পালের কথায়, ' বলছে রেপ করে দেবে। তাও আমি অনেক ভাল ভাষায় বলছি। ওরা খুবই বাজে ভাষায় বলেছে। শুধু তাই না, ছবি সুপার ইম্পোজ করে পর্ণ সাইটে দিয়ে দিয়েছে। মাকেও বলছে ধর্ষণ করে দেবে। বন্ধু, হেয়ার ড্রেসার সবাইকে পাঠাচ্ছে সেই ছবি পাঠিয়েছে।
অভিনেত্রীর অভিযোগ, প্রায় এক বছর ধরে সোশাল মিডিয়ায় তাঁকে এধরনের মেসেজ করা হচ্ছে। তাঁর দাবি, ২০২০ সালের জুন মাসে এ নিয়ে লালবাজারে ই-মেল করে অভিযোগ জানান। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি!
প্রত্যুষা আরও জানিয়েছে, পুলিশ তো ব্যবস্থাই নিল না। উল্টে পুলিশ বলেছে উপেক্ষা করতে। ব্লক করেছি তারপরেও মেসেজ করেছে। লালবাজারের দ্বারস্থ হলে ব্লক করে দিতে বলা হয় নম্বরটিকে। অ্যাকাউন্ট ব্লক করার পর দেখা যায় ২০-২৫টি অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে।' তবে পুলিশ অভিযোগ নেওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে প্রত্যুষা। এখন অভিযুক্ত কবে গ্রেফতার হয়, সেদিকেই তাকিয়ে অভিনেত্রী।