কলকাতা: তিনি ফিরবেন, তবে শর্ত রয়েছে। এবার দেশে ফেরার ক্ষেত্রে শর্ত চাপালেন কয়লা ও গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। সিবিআই এবং ইডি আদালতের কাছে যদি প্রতিশ্রুতি দেন গ্রেফতার করা হবে না, তবেই দেশে ফিরবেন বিনয় মিশ্র। শুধু তাই নয়, পাশাপাশি তাঁকে ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানির সময়ে এমনটাই জানিয়েছেন বিনয়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। 


সিবিআই সূত্রে জানা গিয়েছে, এখন প্রশান্ত মহাসাগরের এক দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রয়েছেন কয়লা ও গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। তবে কি বিদেশ থেকে ভারতে ফেরার রাস্তা ক্রমেই প্রশস্ত হচ্ছে? কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই নিয়ে চলা মামলায়, মঙ্গলবার ভার্চুয়াল শুনানিতে যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে জানান, শর্তসাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয় মিশ্র। 


সিঙ্ঘভির তরফে স্পষ্ট জানানো হয়েছে, যদি সিবিআই এবং ইডি আদালতের কাছে প্রতিশ্রুতি দেয়, যে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হবে না এবং ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা করা হবে, সে ক্ষেত্রে দেশে ফিরতে প্রস্তুত আছেন বিনয় মিশ্র। এই মর্মে আশ্বাস দিতে ED তৈরি বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। যার জেরে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভারতে ফেরার সম্ভাবনা আরও জোরাল হল।  


চলতি মাসে কলকাতা হাইকোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানির অনুমতি চেয়েছিলেন গরু ও কয়লা পাচার-কাণ্ডের অভিযুক্ত বিনয়। সোমবারই সেই ভার্চুয়াল শুনানিতে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বলেন, ১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে বিনয় মিশ্র তদন্তে সহযোগিতা করলে, তাঁর বিরুদ্ধে কোনও রেড কর্নার নোটিস থাকবে না। গ্রেফতারও করা হবে না তাঁকে। 


সিবিআইয়ের আইনজীবী তথা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আরও জানান, ইডির অধিকর্তার সঙ্গে তাঁদের কথা হয়েছে। গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানির অনুমতির পাশাপাশি অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও বাড়ানোর আবেদন জানিয়েছিলেন বিনয়। আগামিকাল ফের এই হাইভোল্টেজ মামলার শুনানি হবে হাইকোর্টে।