কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুরে (Jadavpur) কেন্দ্রীয় সরকারের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে কর্মী বিক্ষোভ। কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিকভাবে বেতন কমিয়ে দেওয়ার অভিযোগ। যাদবপুর থানায় (Jadavpur) অভিযোগ দায়ের। কর্তৃপক্ষের বক্তব্য, যা হচ্ছে তা কেন্দ্রীয় সরকারের (Center Goevrnment) নীতি মেনেই হচ্ছে।
ভারতের সর্বপ্রাচীন বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এখানে গবেষণা করেই ১৯৩০ সালে সি ভি রমনের নোবেল প্রাপ্তি। গৌরবময় সেই প্রতিষ্ঠান, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের আঙিনায় অশান্তির মেঘ।
বিখ্যাত এই প্রতিষ্ঠানে দুর্নীতি এবং গ্রুপ ডি (Group-D) কর্মীদের বেতন কমিয়ে দেওয়ার অভিযোগে সরব। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। চাঞ্চল্যকর অভিযোগ খোদ ডিরেক্টরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সোমবার যাদবপুরে, ক্যাম্পাসের গেটে বিক্ষোভও দেখানো হয়।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (Indian Association For The Cultivation of Science) কর্তৃপক্ষের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই সেই অভিযোগপত্র। সেখানে সংস্থার অধিকর্তার নিযুক্তি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অনৈতিক ভাবে কর্মীদের একাংশের বেতন কমানোর চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে।
পাল্টা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সর (Indian Association For The Cultivation of Science) অধিকর্তা তাপস চক্রবর্তীর দাবি, আমরা কর্মীদের দাবি সম্পর্কে সহানুভূতিশীল। কিন্তু যা হচ্ছে, তা কেন্দ্রীয় সরকারের নিয়ম ও বিধি মেনেই হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে কিছুই করা হচ্ছে না। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দিতে চাননি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অধিকর্তা।
উল্লেখ্য এসএসকেএমে (SSKM)বিক্ষোভ দেখান নার্সরা। ১৫ দিনে পেড়িয়ে যায় নার্সদের বিক্ষোভ-আন্দোলন। বেতন বৈষম্য ও বদলির প্রতিবাদে আজ মিছিলে সামিল হন বিক্ষোভকারী নার্সেরা। এসএসকেএম হাসপাতাল থেকে তাঁরা এক্সাইড মোড় যান। ফের মিন্টো পার্ক হয়ে এসএসকেএমে ফেরে এই মিছিল।
এর আগে, এসএসকেএম (SSKM) হাসপাতাল চত্বরে মাইক বাজিয়ে নার্সদের আন্দোলন সম্পর্কে রিপোর্ট দিতে দুদিন সময় চেয়েছিল রাজ্য। হাসপাতাল চত্বরে নার্সদের আন্দোলন নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা ইউথ ফ্রন্ট নামে একটি সংগঠন হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে। তাদের আবেদনে বলা হয়, হাসপাতাল চত্বরে এই ধরনের আন্দোলন চলতে পারে না। এতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে। নার্সদের সংগঠনের বক্তব্য, পে স্কেল নিয়ে দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে তাঁরা এই পথ নিয়েছেন। আগামী সোমবার রাজ্য রিপোর্ট দিলে তারপর পরবর্তী শুনানি।