পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ও লঞ্চ কর্মীদের তত্পরতায় রক্ষা পেলেন এক ব্যক্তি। হুগলির বাসিন্দা ওই ব্যক্তি আজ সকালে লঞ্চে আর্মেনিয়ান ঘাটের দিকে আসার সময় গঙ্গায় ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করার পর নিয়ে যাওয়া হয় উত্তর বন্দর থানায়। পরে পরিবারের সদস্যরা এসে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
মহালয়ার সকালে, লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক ব্যক্তি। উদ্ধারকারীদের তত্পরতায় কোনওক্রমে বাঁচানো গেল তাঁকে। বুধবার ভোর থেকে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়। সকাল থেকেই গঙ্গাবক্ষে চলছিল নজরদারি। তার মধ্যেই ঘটে যায় অঘটন। সকাল ৯টা ২০ নাগাদ হাওড়া থেকে আর্মেনিয়ান ঘাটের দিকে আসার সময়ে লঞ্চ থেকে আচমকা গঙ্গায় ঝাঁপ দেন এক ব্যক্তি।
গঙ্গাবক্ষে কড়া নজরদারি থাকায় এই ঘটনা চোখে পড়ে অনেকেরই। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য ও লঞ্চের কর্মীরা সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে উদ্ধার করেন। ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিত্সার পর নিয়ে যাওয়া হয় উত্তর বন্দর থানায়। জানা গেছে, হুগলির বাসিন্দা ওই ব্যক্তি জুট মিলের কর্মী।
তিনি হাওড়া থেকে লঞ্চে উঠেছিলেন। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর এদিন সকালে এই ঘটনা। পরে পরিবারের সদস্যরা থানায় এসে ওই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যান।