সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতার ভারতীয় জাদুঘরে (Indian Museum) ১১০ কোটি টাকার দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার তদন্তভার কি CBI নিতে পারবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Kolkata High court)। আগামী ২ ডিসেম্বর আদালতে উপস্থিত থেকে বক্তব্য পেশের নির্দেশ।


অভিযোগ, ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকারই হিসেব নেই। কলকাতার ভারতীয় জাদুঘরের জন্য বরাদ্দ টাকা কোথায় গেল? তার তদন্তভার CBI কি নিতে পারবে? জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে।


মামলাকারীর দাবি, CAG-র একটি রিপোর্টে কলকাতার ভারতীয় জাদুঘরে কোটি কোটি টাকা নয়ছয়ের ইঙ্গিত রয়েছে। তাঁর অভিযোগ, জাদুঘরের সংস্কার ও দুষ্প্রাপ্য সামগ্রী রক্ষণাবেক্ষণের  জন্য কেন্দ্রের দেওয়া ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকারই হিসেব নেই। 


মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। বিচারপতিরা বলেন, কলকাতার ভারতীয় জাদুঘরের জন্য কেন্দ্রের বরাদ্দ ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকার হিসেব নেই বলে অভিযোগ। CBI-এর কাছে তাঁরা জানতে চান, এই অভিযোগের তদন্ত তারা নিতে পারবে কি না, তা আগামী শুনানির দিন হাইকোর্টে হাজির হয়ে জানাতে হবে।পরবর্তী শুনানি ২ ডিসেম্বর। 


এদিকে, আরজি কর-এর (R G Kar Medical College and Hospital) আন্দোলনে কারা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করেছেন? ২১ ডিসেম্বরের (December) মধ্যে তাঁদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে (Hospital Authority) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানাল আদালত।


আরজি কর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) আন্দোলনকারীদের (Agitator) উদ্দেশে ফের কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ অমান্যকারীদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিল আদালত। অধ্যক্ষের (Principal) পদত্যাগ সহ একাধিক দাবিদাওয়া নিয়ে সেপ্টেম্বর থেকে অনশন-আন্দোলন শুরু করেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়াদের একাংশ। এই আন্দোলন নিয়ে, গত মাসে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।