(Source: Poll of Polls)
Kolkata News: এবার কলকাতার হায়াত হোটেলের পাবে মহিলার নির্যাতনের অভিযোগ ! কাঠগড়ায় নাসির খান ও জুনেদ খান
Hyatt Hotel Molestation Case: হায়াত হোটেলের পাবে মহিলার নির্যাতনের অভিযোগ ! ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল খাস কলকাতায়।

কলকাতা: শনিবার রাতে হায়াত হোটেলের পাবে মহিলার নির্যাতনের অভিযোগ। পাবে অভিযোগকারিণীর সঙ্গে ঝামেলা শুরু হয়। ঝামেলার সময়ই মহিলার নির্যাতন করা হয় বলে অভিযোগ। নির্যাতনের অভিযোগ নাসির খান এবং জুনেদ খানের বিরুদ্ধে। ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল খাস কলকাতায়।
সম্প্রতি একের পর এক নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে। আরজিকর কাণ্ড থেকে শুরু করে রাজ্যের একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে রাজপথে নেমেছে বিরোধীরা।ঠিক এমনই এক পরিস্থিতিতে সামনে এসেছে এবার একেবারে দক্ষিণ কলকাতার জনবহুল এলাকার এই হোটেলের চাঞ্চল্যকর ঘটনা। এদিকে কিছু দিন আগেই পার্কস্ট্রিটের হোটেলে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে।
পার্কস্ট্রিটের হোটেলে খুন হন ২৫ বছরের রাহুল লাল। দেহ উদ্ধারের পর তদন্তকারীদের অনুমান, খুন করতেই কয়েক ঘণ্টার জন্য হোটেলের ঘর বুক করে আততায়ীরা। প্রমাণ লোপাটের জন্যই তারা নিয়ে গিয়েছে বেডশিট, মদের বোতল থেকে সিগারেটের পোড়া অংশ। হোটেলের রুমের বক্সখাট থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। কিন্তু, কী কারণে খুন? এখনও স্পষ্ট নয় মোটিভ।
পুলিশের অনুমান, একেবারে পরিকল্পনা করেই খুন করা হয়েছে যুবককে।সেই কারণেই কি উধাও বেডশিট? তাই কি খুনিরা নিয়ে গিয়েছে সিগারেটের পোড়া অংশ থেকে মদের বোতল? তেমনই অনুমান তদন্তকারীদের। পুলিশ সূ্ত্রে খবর, CCTV-র ফুটেজ দেখে ২ সন্দেহভাজনকে চিহ্নিত করা হলেও তাঁদেরকে চিনতে পারেননি মৃতের পরিজনরা। তদন্তকারীদের অনুমান, অভিযুক্তরা ভিনরাজ্যের।
হোটেল সূত্রে খবর, ৩০২ নম্বর রুম খালি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে রুম ভাড়া দেওয়া হয়। পরের দিন তিনি জানান, ঘর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে হোটেলের কর্মীরা দেখেন, বক্স খাটের ভিতরে পড়ে রয়েছে এক যুবকের দেহ!মৃতের নাম রাহুল লাল (২৫)।পিকনির গার্ডেনে কাকার সঙ্গে থাকতেন তিনি। কাজ করতেন পার্কস্ট্রিটের একটি আইসক্রিম পার্লারে।বছর ২ আগে চুরির অভিযোগে গ্রেফতারও হন। হোটেল সূত্রে খবর, বিকেল ৫টার পর ২ যুবকের সঙ্গে হোটেলে আসেন রাহুল। ৮০০ টাকা দিয়ে কয়েক ঘণ্টার জন্য হোটেলের ঘর ভাড়া নেন।তদন্তকারীদের অনুমান, পরিকল্পনা মাফিক খুন করার জন্যই কয়েক ঘণ্টার জন্য হোটেলের ঘর বুক করা হয়।























