রঞ্জিত সাউ, কলকাতা: ওষুধ নির্মাতা সংস্থার ফ্রাঞ্চাইজি (Franchise) দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। হাওড়া থেকে ৩ জনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ (Laketown Police)। আগে আরও একজনকে গ্রেফতার করা হয়।
নামী ওষুধ নির্মাতা সংস্থার ফ্রাঞ্চাইজি (Franchise) দেওয়ার টোপ। এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার ৪ অভিযুক্ত। প্রতারণার একের পর এক ফন্দি। একের পর এক অভিযোগ। এবারের ঘটনা লেকটাউন থানা (Laketown Police Station) এলাকায়।
পুলিশ সূত্রে খবর, নামী ওষুধ নির্মাতা সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার টোপ দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত অভিযুক্তরা। যাঁরা সেই বিজ্ঞাপন দেখে সাড়া দিতেন, তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হত টার্গেট। ওই বিজ্ঞাপন দেখেই ফাঁদে পড়েন লেকটাউন থানা এলাকার বাসিন্দা রাহুল ভট্টাচার্য।
অভিযোগ, কয়েক দফায় ৫ লক্ষের বেশি টাকা তিনি অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। পরে অভিযুক্তরা আরও টাকা চাইলে তাঁর সন্দেহ হয়, তিনি লেকটাউন থানায় অভিযোগ জানান।
তদন্তে নেমে লেকটাউন থানার পুলিশ জানতে পারে, দীপনারায়ণ সিং নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে টাকা। এরপর কয়েক দিন আগে দীপনারায়ণকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে আরও ৩ জনের সন্ধান মেলে। শনিবার হাওড়া থেকে ওই তিন অভিযুক্ত, মনু মিশ্র, সুনীল দাস ও আফতাব আলমকে পুলিশ গ্রেফতার করে। এই চারজনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, কোথায় কোথায় তারা চক্রের জাল বিছিয়েছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি ব্যাঙ্ক প্রতারণা-মামলায় (Bank Fraud Case) কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ৪৫ লক্ষ টাকা প্রতারণার ঘটনা ঘটে। তদন্তে নেমে দিনকয়েক আগে ১১ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata)। তাদের জেরা করে শেখ বিনোদের নাম উঠে আসে। খড়গপুর (Kharagpur) থেকে কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৪৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই খড়গপুর থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ। এই প্রথম ব্যাঙ্ক প্রতারণা (Bank Fraud) মামলায় একসময় লালবাজারের (Laalbazar) ঘুম কেড়ে নেওয়া দুষ্কৃতী, শেখ বিনোদের নাম জড়িয়েছে।