কলকাতা: পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা থামছেই না। এবার পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্ববাংলা শারদসম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন, পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবে কোথা থেকে। একবারও এই রাজ্যের কথা ভাবছে না। নিজেদের রাজ্যে ক্ষমতায় রয়েছে। আর হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের রাজ্যকে দেয়ই না। আমাদের টিকাই দেয় না। টাকা দেবে! রাজ্য ১ টাকা করে পেট্রোপণ্য দেয়। আমাদের রাজ্যে যত প্রকল্প রয়েছে, তা আর কোনও রাজ্যে নেই। '


আরও পড়ুন - Mamata Banerjee: 'পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র', পাল্টা আক্রমণে মমতা| Bangla News


এদিন পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, প্রতিদিন এভাবে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়লে অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি তো হবেই। মূল্যবদ্ধির পাশাপাশি রাজ্যকে পর্যাপ্ত করোনার টিকা না দেওয়ারও অভিযোগে বিদ্ধ করেছেন কেন্দ্রীয় সরকারকে। তিনি অভিযোগ তুলেছেন যে, বিজেপি শাসিত রাজ্যগুলিকে ঢেলে টাকা এবং টিকা দুটোই দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যকে না টাকা দেওয়া হচ্ছে, না টিকা। 


মমতা বন্দ্যায় আরও বলেন, 'রাজ্যের মানুষের জন্য আমাদের কত প্রকল্প রয়েছে। ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার। কৃষক থেকে খেতমজুর সবার জন্য কত প্রকল্প রয়েছে। ছাত্র, যুবকদের বলব, অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। হিডকোর দেওয়া ১০০ একর জমির উপর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। বাংলা অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। বাইরে থেকেও অনেক ইন্ডাস্ট্রি আসছে। ফলে বাংলায় কাজের অভাব হবে না। সমস্যা শুধু একটাই। এত পরিমাণে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ছে, মানুষের টাকাপয়সাগুলোকে এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাঙ্কিং সেক্টরের লেনদেন এত কম হচ্ছে, রেল থেকে কোল, সেল সব বন্ধ করে দেওয়া হচ্ছে, তাতে মূল সমস্যা দেখা দিচ্ছে। এই গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র।' সবশেষে রাজ্যের মানুষকে কোভিডের পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়া থেকে সাবধান থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।