Narada Case LIVE Updates: প্রয়োজন হলে বাড়িতে থেকেই ট্রিটমেন্ট শোভনের, জানালেন বৈশাখী
বাড়িতে হাসপাতালের পরিকাঠামো তৈরি আছে
প্রয়োজন হলে বাড়িতে থেকেই ট্রিটমেন্ট করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়ের। বাড়িতে হাসপাতালের পরিকাঠামো তৈরি আছে। ডাক্তারের সিদ্ধান্তের ওপর সব হবে। জানালেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
"এটা অনেকটা পেন্সিল দিয়ে নিব ভেঙে দেওয়ার মতো। সাইক্লোন আসছে, এই সময় বাইরে থাকা কতটা দরকার। তবে একটা রিলিফ। বাবার জ্বর ছিল। বাড়িতে থাকলে অনেকটা স্বস্তিতে থাকব।"
হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন রয়েছেন যে বৃহত্তর বেঞ্চে। এদিকে এই বেঞ্চের সামনে ৪ নেতার জামিনের ওপর স্থগিতাদেশ, সিবিআই-এর অন্য রাজ্যে মামলা সরানো সহ সব আবেদন উঠবে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে।
নারদ মামলায় বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টের। ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেছে হাইকোর্ট। সোমবার সকাল ১১ টায় হাইকোর্টের যে বৃহত্তর বেঞ্চে শুনানি হবে।
নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, জানালেন ফিরহাদ-কন্যা
‘গৃহবন্দি অবস্থায় ভিডিও কনফারেন্সের রেকর্ড রাখতে হবে। ভার্চুয়ালি কার সঙ্গে, কী কথা, রাখতে হবে রেকর্ড। গৃহবন্দি অবস্থায় বাড়িতে কে আসছেন, তাও রাখতে হবে রেকর্ড।সিসিটিভি না থাকলে, তা রাখার ব্যবস্থা করতে হবে।’৪ নেতা-মন্ত্রীর গৃহবন্দি রাখা নিয়ে নির্দেশ হাইকোর্টের। গৃহবন্দি নিয়ে জেল কর্তৃপক্ষকে নির্দেশ কলকাতা হাইকোর্টের।বাড়ির বাইরে সিসি ক্যামেরা না থাকলে বসানোর নির্দেশ।
৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীকে আপাতত গৃহবন্দি থাকতে হবে। তবে ফিরহাদ হাকিমের মতো যে মন্ত্রীরা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক কাজে যুক্ত, তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশ দিতে পারবেন। অন্তর্বর্তী জামিন মামলায় আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মতভেদ হওয়ায় মামলা পাঠানো হচ্ছে বৃহত্তর বেঞ্চে। যতদিন না বৃহত্তর বেঞ্চে মামলার রায় হয়, ততদিন গৃহবন্দি থাকতে হবে চার নেতা-মন্ত্রীকে।
চিকিৎসকদের পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হবে। শোভন চট্টোপাধ্যায়কে হাসপাতালেই থাকতে হবে, না বাড়িতে ফিরতে পারবেন।, সে বিষয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হবে। বললনে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
গৃহবন্দি থাকতে হবে চার হেভিওয়েটকে। সিবিআই পাহারায় গৃহবন্দি থাকতে হবে তাঁদের।
এখনই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে না সিবিআই
মামলা গেল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। দ্রুত বেঞ্চ গঠন করে শুনানি শুরুর আবেদন অভিযুক্তদের আইনজীবীদের।
আগের রায় অপরিবর্তিত রাখল কলকাতা হাইকোর্ট। করোনা যুদ্ধে যুক্তরা ভিডিও কনফারেন্সিংয়ে করতে পারবেন কাজ।
ভিডিও কনফারেসন্সের মাধ্যমে বাড়ি থেকে কাজ করতে পারবেন হেভিওয়েটরা।পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শারীরিকভাবে কেউ বাইরে যেতে পারবেন না।৪ জনকেই থাকতে হবে গৃহবন্দি অবস্থায়।নির্দেশ কলকাতা হাইকোর্টের
‘যত দ্রুত, সম্ভব হলে আজকেই নতুন বেঞ্চ গঠন হোক’, আদালতে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির
মামলার পূর্ণাঙ্গ শুনানি চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।প্রয়োজনে শনি-রবিবার শুনানির আর্জি কল্যাণের
গৃহবন্দি নয়, অন্তর্বর্তী জামিন মঞ্জুর হোক, সওয়াল সিঙ্ঘভির
সওয়াল জবাবে প্রশ্ন সিঙ্ঘভির, ‘পুরসভায় না যেতে পারেলে ফিরহাদ হাকিম কী করে কোভিডের বিরুদ্ধে লড়বেন? কোভিডের বিরুদ্ধে কী করে লড়বেন ফিরহাদ হাকিম? ‘পুরসভায় না গেলে কী করে হবে লড়াইসই সাবুদ না হলে কী করে হবে?’
১০ মিনিট সময় চেয়েছিলেন অভিযুক্তদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এরপর ফের শুনানি শুরু।
৪ হেভিওয়েটরা পাবেন চিকিত্সা সংক্রান্ত সব সুবিধা। এই মামলার শুনানি এখনও শেষ হয়নি। সওয়াল-জবাব এখনও চলছে।
৪ হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর মামলায় জটিলতা। জামিন মঞ্জুর সংক্রান্ত নির্দেশে দুই বিচারপতির মতভেদ।জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়।জামিন মঞ্জুরের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।জেল হেফাজত থেকে মুক্তি পেলেও থাকতে হবে গৃহবন্দি অবস্থায়।৪ জনকে থাকতে হবে গৃহবন্দি অবস্থায়।মামলা পাঠানো হবে বৃহত্তর বেঞ্চে।ততদিন পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়।আলোচনায় জন্য সময় চেয়েছেন হেভিওয়েটদের আইনজীবী।
সওয়াল-জবাব এখনও চলছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নারদ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। সোয়া এগারোটা থেকে শুনানি শুরু হয়েছে।
গড়িয়াহাট থানায় সিবিআই-এর নামে মামলা চন্দ্রিমা ভট্টাচার্যের। গত বুধবার দায়ের হয়েছিল এই মামলা।সেই মামলা খারিজ করার আবেদন জানাচ্ছে সিবিআই।আজ হাইকোর্টে আবেদন জানাতে চলেছে সিবিআই, খবর সূত্রের
আর কিছুক্ষণ পরেই হাইকোর্টে শুনানি শুরু হতে চলেছে।
নারদ মামলায় হেফাজতে থাকা তিন হেভিওয়েট নেতা-মন্ত্রী ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে। হাসপাতাল সূত্রে খবর, উদ্বেগ, উত্কণ্ঠায় মানসিক চাপ বেড়েছে তিনজনের। তাই তাঁদের গতকাল রাতে ঘুমের ওষুধ দিতে হয়েছে। সুব্রত মুখোপাধ্যায়ের শ্বাসকষ্টের সমস্যা থাকায় নয়মিত নেবুলাইজার দিতে হচ্ছে। মানসিক চাপের জন্য ওঠানামা করছে রক্তচাপ।
মদন মিত্রর দীর্ঘদিনের সিওপিডি’র সমস্যা। গত মাসে করোনা আক্রান্ত হওয়ায় ফুসফুসে সংক্রমণের প্যাচ ধরা পড়ে। প্রতিদিন তাই চেস্ট এক্স রে করা হচ্ছে তাঁর।
শোভন চট্টোপাধ্যায়ের হৃদযন্ত্রের সমস্যা। গতকাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। সুগারের সমস্যা থাকায় তাঁর খাবারের দিকেও বিশেষ নজর দিচ্ছেন চিকিত্সকরা।
নারদ মামলায় আজ হাইকোর্টে শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার শুনানি হবে। সেইসঙ্গে সিবিআইয়ের মামলা স্থানান্তরের আর্জিরও শুনানি হওয়ার কথা ডিভিশন বেঞ্চে। গতকাল এই মামলার শুনানি হয়নি। মদন মিত্রের তরফে গতকাল বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের যে আবেদন করা হয়েছিল, তা খারিজ হয়ে যায়।
সোমবার সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সেদিনই রাতে তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেন ধৃতরা। আর সিবিআই এই মামলা বাংলা থেকে সরানোর আর্জি জানায়। বুধবার হাইকোর্টে শুনানি হলেও রায় ঘোষণা হয়নি।গতকাল শুনানিই হয়নি।
আজ নয়, নারদ মামলায় কাল হাইকোর্টে শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চেই কাল শুনানি। ‘অনিবার্য কারণবশত’ আজ বসেনি ডিভিশন বেঞ্চ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চেই শুনানি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চেই কাল শুনানি। আপাতত নতুন ডিভিশন বেঞ্চ গঠনের আবেদন খারিজ। রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করেন মদন মিত্র। জামিনের উপর স্থগিতাদেশ নিয়ে কাল ফের শুনানি। ভিন রাজ্যে মামলা সরানোর আবেদন নিয়েও কাল শুনানি।
নবান্ন থেকে ফেরার পথে ফিরহাদের বাড়িতে মমতা। এটা রাজনৈতিক লড়াই, ফিরহাদ-কন্যাকে বলেন মমতা। মন খারাপ কোরো না, আমরাই জিতব, ফিরহাদ-কন্যাকে বলেন মমতা। সেই সময় বাড়িতে ছিলেন না ফিরহাদ হাকিমের স্ত্রী। ফিরহাদের হাকিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সংশোধনাগারে। ফিরহাদ হাকিমের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেল হেফাজতে থাকা ফিরহাদ হাকিমের জ্বর কমেছে। রাতে বাড়ির খাবার খেয়েছেন। রাত পর্যন্ত আইনজীবীদের সঙ্গে কথাও বলেন ফিরহাদ হাকিম। আজ ফের তাঁকে পরীক্ষা করবেন জেল হাসপাতালের চিকিৎসকেরা।
এসএসকেএম সূত্রে খবর, তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও, উৎকণ্ঠাজনিত কারণে রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে সুব্রত মুখোপাধ্যায়ের। বর্ষীয়ান নেতার নিয়মিত ওষুধের তালিকা কিছুটা পরিবর্তন করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। আজ রিপোর্ট মেলার পর আরও কিছু ওষুধ পরিবর্তন হতে পারে।
হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে শোভন চট্টোপাধ্যায়ের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি রক্তের নমুনার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে প্রাক্তন মেয়রের। আজ মেডিক্যাল বোর্ডের সদস্যরা সেই রিপোর্ট খতিয়ে দেখবেন।
চরম মানসিক চাপ ও উৎকণ্ঠাজনিত কারণে এসএসকেএমে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে। খবর হাসপাতাল সূত্রে। পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রর বুকের সিটি স্ক্যান করা হয়েছে। পুরনো সিওপিডি সমস্যা ছাড়াও কোভিডজনিত দুর্বলতা রয়েছে। টানা অক্সিজেনের বদলে তাঁকে মাঝে মাঝে সি-প্যাপ দেওয়া হচ্ছে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন করেছিলেন মদন মিত্র। আপাতত নতুন ডিভিশন বেঞ্চ গঠনের আবেদন খারিজ করা হয়েছে।
নারদ মামলায় কাল হাইকোর্টে শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চেই কাল শুনানি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন করেছিলেন মদন মিত্র। আপাতত নতুন ডিভিশন বেঞ্চ গঠনের আবেদন খারিজ করা হয়েছে।
আজ করোনা নিয়ে বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারদ মামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আইনি ব্যাপার, তাই এই নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু যা করা হয়েছে ওদের সঙ্গে, সেই অন্যায়ের সীমা পরিসীমা নেই। নারদ মামলা নিয়ে প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে। ববি অনেক কাজ করে। ওদের পুরো টিম রাস্তায় নেমে কাজ করে। নিজের জীবনের তোয়াক্কা না করে ট্রায়াল দিয়েছিল। সুব্রতদা-সহ এঁদের সবাইকে আটকে রাখা হয়েছে, আশা করি এর সঠিক বিচার পাওয়া যাবে।"
আজ হচ্ছে না নারদ মামলার শুনানি। অনিবার্য কারণবশত বসছে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন করলেন মদন মিত্র।
নিজাম প্যালেসে বিক্ষোভকাণ্ডে গ্রেফতার ৪। ৪ জনকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। খিদিরপুর থেকে ৩ জন, বেনিয়াপুকুর থেকে গ্রেফতার ১। সোমবার ৪ হেভিওয়েটের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ। মামলা রুজু করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
নতুন এক সম্ভাবনার কথা সামনে এসেছে। সূত্রের খবর, নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন নিয়ে ভাবনা-চিন্তা চালানো হচ্ছে হেভিভিওয়েট নেতাদের তরফে। সেক্ষেত্রে, ৪ হেভিওয়েট নেতারা এই মর্মে আবেদন করতে পারেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। এমন একটা সম্ভাবনার কথা উঠে এসেছে।
আজ হচ্ছে না নারদ মামলার শুনানি। অনিবার্য কারণবশত হচ্ছে না শুনানি। ‘অনিবার্য কারণবশত বসছে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ’, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কলকাতা হাইকোর্ট। আজও ৪ হেভিওয়েটকে থাকতে হবে জেল হেফাজতে।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেল হেফাজতে থাকা ফিরহাদ হাকিমের জ্বর কমেছে। রাতে বাড়ির খাবার খেয়েছেন। রাত পর্যন্ত আইনজীবীদের সঙ্গে কথাও বলেন ফিরহাদ হাকিম। আজ ফের তাঁকে পরীক্ষা করবেন জেল হাসপাতালের চিকিত্সকরা
এসএসকেএম সূত্রে খবর, তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও, উৎকণ্ঠা জনিত কারণে রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে সুব্রত মুখোপাধ্যায়ের। বর্ষীয়ান নেতার নিয়মিত ওষুধের তালিকা কিছুটা পরিবর্তন করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। আজ রিপোর্ট মেলার পর আরও কিছু ওষুধ পরিবর্তন হতে পারে।
হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে শোভন চট্টোপাধ্যায়ের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি রক্তের নমুনার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে প্রাক্তন মেয়রের। আজ মেডিক্যাল বোর্ডের সদস্যরা সেই রিপোর্ট খতিয়ে দেখবেন।
হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রর বুকের সিটি স্ক্যান করা হয়েছে। ফুসফুসের পুরনো সিওপিডি সমস্যা ছাড়াও কোভিডজনিত সংক্রমণ রয়েছে। টানা অক্সিজেনের বদলে তাঁকে মাঝে মাঝে সি-প্যাপ দেওয়া হচ্ছে।
এসএসকেএমে ভর্তি শোভন চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। মানসিক চাপ বাড়িয়েছে সাম্প্রতিক পরিস্থিতি। গতকাল রাতে এসএসকেমে শোভন চট্টোপাধ্যায়ের কেবিন থেকে বেরিয়ে এই দাবি করেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে মদন মিত্রর সঙ্গে দেখা করার নাম করে, নিরাপত্তা রক্ষীকে ঠেলে সরিয়ে দু’ জন শোভন চট্টোপাধ্যায়ের ঘরে জোর করে ঢুকে পড়েন।
প্রেক্ষাপট
নারদ মামলায় সোমবার রাতে নাটকীয় পটপরিবর্তন।
নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে, নারদকাণ্ডে ধৃত হেভিওয়েট চারজন নেতা-মন্ত্রী-বিধায়ককে বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ পুণর্বিবেচনার আর্জি হাইকোর্টে। বুধবার শুনানি হয়। বৃহস্পতিবার শুনানি হয়নি।
নারদ মামলায় আজ ফের হাইকোর্টে শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার শুনানি হবে। খারিজ হয়ে গেল মদন মিত্রের বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের আবেদন।
অনিবার্যকারণবশত বৃহস্পতিবার হচ্ছে না নারদ মামলার শুনানি...বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে একথা জানিয়ে দেওয়া হয়।অর্থাত আরও একদিন হেফাজতেই রইলেন চার হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়,ফিরহাদ হাকিম,মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার লকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে না জানার পর, দুপুর দেড়টা নাগাদ, তৃণমূল বিধায়ক মদন মিত্রের আইনজীবী নিলাদ্রী ভট্টাচার্যের তরফে রেজিস্ট্রার জেনারেল ও প্রাধন বিচারপতির সচিবকে একটি মেল করা হয়। সেখানে, প্রধান বিচারপতির অনুমতিক্রমে, বিশেষ বেঞ্চ গড়ে শুনানির আবেদন করা হয়।মেলে আরও উল্লেখ করা হয়, মদন মিত্র অসুস্থ। ফলে, সেদিকটাও বিবেচনা করা হোক। কিন্তু, বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের আবেদন খারিজ হয়ে যায়।
আইনজীবী সূত্রে খবর, প্রধান বিচারপতির সচিবালয়ের তরফে জানানো হয়, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই শুনানি হবে। জামিনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য হেভিওয়েট ৪ নেতা যে আবেদন জানিয়েছেন, তার শুনানিও হবে শুক্রবার।আবার এই মামলার তদন্ত বাংলা থেকে অন্যত্র সরানোর জন্য সিবিআই যে আবেদন করেছে, তারও রায় ঘোষণা শুক্রবারই হতে পারে।
এদিকে আদালতে আইনি লড়াইয়ের পাশাপাশি করোনা মহামারীর মধ্যেই নারদকাণ্ডে হেভিওয়েট নেতা-মন্ত্রীদের জেল-বন্দি করার ঘটনায় রাজনৈতিক তরজা অব্যাহত। এ নিয়ে ফের একবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘যোগ্য জবাব পাবে।’ ফিরহাদ যা করেছে, তার সীমা-পরিসীমা নেই। অনেক কাজ করে। ফুল টিম রাস্তায় নেমে কাজ করে। কোভিশিল্ড ট্রায়াল নিয়েছে। তাদের যে আটকে রাখা হয়েছে, এর যোগ্য জবাব পাবে। বিচারের বাণী সঠিক বিচার করবে। ববি, সুব্রতদা ৩-৪ দিন কাজটা করতে পারল না।
সোমবার চার নেতাকে গ্রেফতার করে সিবিআই। রাতে তাদের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে আবেদন করেন ধৃতরা।আর সিবিআই এই মামলা বাংলা থেকে অন্যত্র সরানোর আর্জি জানায়।বুধবার হাইকোর্টে শুনানি হলেও, রায় ঘোষণা হয়নি।বৃহস্পতিবার মামলার শুনানিই হল না।এবার সবার নজর শুক্রবার কলকাতা হাইকোর্টের দিকে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই বন্দী চার নেতার মধ্যে মদন মিত্র,শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। আর ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেলে।যা নিয়ে চরমে রাজনৈতিক তরজা।নারদে চার হেভিওয়েটের জেল না বেল?মামলা কি বাংলা থেকে অন্যত্র সরানো হবে?এসব প্রশ্নের উত্তর শুক্রবার পাওয়া যাবে কি না, সেটাই দেখার।
।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -