কলকাতা: একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়েছে সাত জনকে। নারী, শিশু, রেহাই পায়নি কেউ। ঘটনার পর তিন দিন কাটতে চললেও, এখনও সেই ভয়াবহতার রেশ কাটছে না। কিন্তু এই ঘটনার জন্য, পুলিশ, প্রশাসন এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তীব্র সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় (Asok Kumar Ganguly)। রাজনীতিতে সমাজবিরোধীদের দাপাদাপি শুরু হওয়াতেই আজ রাজ্যের এই পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি।


বগটুইকাণ্ডে উত্তাল বঙ্গ রাজনীতি


বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের (Rampurhat Fire) বগটুইয়ে প্রথমে বোমার আঘাতে খুন হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তার পর বগটুইয়ে পর পর ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ সামনে আসে। তাতে দগ্ধ হয়ে মৃত্যু হয় ২ শিশু-সহ সাত জনের। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।


সেই নিয়ে শুক্রবার একটি আলোচনাসভায় অংশ নেন অশোকবাবু। সেখানে তিনি বলেন, ‘‘যত ক্ষণ না মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, একটি লোককে গ্রেফতার করা যাচ্ছে না। এতেই পরিষ্কার আমাদের পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষ নয়। তারা কাদের অঙ্গুলিহেলনে চলে! শাসকদলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সমাজবিরোধীরা। রাজনীতিতে এই সমাজবিরোধীদের দাপাদাপি বন্ধ না হলে, এই ধরনের হত্যালীলা বন্ধ করা সম্ভব নয়।’’


আরও পড়ুন: Locket Chatterjee: 'টাকা দিয়ে মুখ বন্ধ করতে রামপুরহাটে গেছেন মুখ্যমন্ত্রী' লোকসভায় সরব লকেট


বগটুইয়ের ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবারই ঘটনাস্থলে যান মমতা। সেখানে তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার পাশাপাশিরাজ্য জুড়ে পুলিশকে তল্লাশি চালানোর নির্দেশ দেন তিনি, যাতে বেআইনি ভাবে মজুত করে রাখা অস্ত্র, গোলা, বারুদ উদ্ধার করা সম্ভব হয়।


এত দিন বেআইনি অস্ত্র উদ্ধার হয়নি কেন


তা নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অশোকবাবু। তাঁর কথায়, ‘‘গরু পাচার, কয়লা পাচার, বালি-পাথরের খাদান, নির্মাণকার্যে ভাগ বসানো, টাকার বখরা, এ সব বাংলার রাজনীতিতে ছায়া ফেলছে। দুর্নীতি, অরাজকতায় ছেয়ে গিয়েছে চারিদিক। আজ মুখ্যমন্ত্রী বলছেন, সমস্ত জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। এত দিন কী ছিল! নির্বাচনে এই বেআইনি অস্ত্রই ব্যবহৃত হয়। আজ হঠাৎ একমাসের মধ্যে অস্ত্র, গুলি, বারুদ উদ্ধার করতে বলছেন। তার মানে বেআইনি অস্ত্র যে মজুত রয়েছে, তা মুখ্যমন্ত্রী জানতেন! তাহলে এত দিন উদ্ধার হয়নি কেন?’’   


উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বীরভূমের মাড়গ্রাম এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। প্রায় ৬০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গ্রামের খালের ধারে ছ’টি বয়ামে বোমাগুলি রাখা ছিল।