সন্দীপ সরকার, কলকাতা: দেশজুড়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি (Post Graduate Trainee) ডাক্তারদের (Doctor) কর্মবিরতি। দেশজুড়ে আউটডোর (Outdoor) পরিষেবা বয়কটের ডাক। কর্মবিরতির প্রভাব পড়ল এ রাজ্যের হাসপাতালগুলিতেও। এসএসকেএমে (SSKM Hospital) গরহাজির পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারদের একাংশ। পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন সিনিয়র ডাক্তাররা (Senior Doctors)। এসএসকেএম হাসপাতালে চূড়ান্ত রোগী দুর্ভোগ।


কী কারণে কর্মবিরতি?


ফেডারেশন অব রেসিডেনশিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, জুনিয়র ডাক্তারদের সংগঠন।  জুনিয়র চিকিৎসকদের সর্বভারতীয় এই সংগঠন আউটডোর পরিষেবা বয়কটের ডাক দেয়। শনিবার থেকে দেশের অন্যান্য হাসপাতালে শুরু হয়েছে এই কর্মসূচি। এবার যার প্রভাব পড়ল এরাজ্যেও। এদিন এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারদের একাংশ কর্মবিরতিতে যোগ দেন।


ডাক্তারি শিক্ষায় সংরক্ষণের ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় সুপ্রিম কোর্ট ২০২১ সালে মে মাসে স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষে কাউন্সেলিং স্থগিত রাখতে বলে। ফলে চলতি বছর কোনও বছর স্নাতকোত্তর ব্যাচ শুরু হয়নি। আর তাই প্রথম বর্ষের কাজ করতে হচ্ছে দ্বিতীয় বর্ষে পড়ুয়াদের। এর প্রতিবাদে দেশজুড়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারদের কর্মবিরতির ডাক। তবে এসএসকেএম হাসপাতালে জরুরি পরিষেবা ও ইনডোর বিভাগে কাজ করছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্টরা যাতে কাজে যোগ দেন তার চেষ্টা চালানো হচ্ছে।


উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে এসএসকেএম (SSKM) হাসপাতালে ৪ জন করে নার্স রিলে অনশন শুরু করেন। ১১ জন নার্সকে বদলির নির্দেশে ও বেতন বৈষম্যের অভিযোগের প্রতিবাদে নার্সেস ইউনিটি নামে সংগঠনের ব্যানারে আন্দোলনে নামেন নার্সদের একাংশ। তার আগের দিন ১জন নার্স অনশন চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আন্দোলনকারীদের অভিযোগ, ওই নার্সের চিকিৎসায় গাফিলতি করা হচ্ছে।  এনিয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতরের প্রতিক্রিয়া মেলেনি।  


আরও পড়ুন: West Midnapore News: পুরভোটের আগে তৎপরতা, মেদিনীপুর শহরে সদস্য সংগ্রহ অভিযানে নামল কংগ্রেস