SIR in West Bengal: 'বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়..', SIR বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়
TMC Kolkata Mega Rally: SIR বিরোধিতায় তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: SIR বিরোধিতায় তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'সবাই ভাবছে আমার নামটা বাদ যাবে নাতো ?! বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না, হিন্দি ভাষায় কথা বললেই পাকিস্তানি হয়ে যায় না', স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো
আরও পড়ুন,মৃত ৭ জন যোগ্য ভোটার, নাম বাদ গেছিল, দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন, হুঁশিয়ারি অভিষেকের
'আজ যা করছো, কাল তো ক্ষমতায় থাকবে না..কয়েকটা গদ্দার আছে বিজেপিতে'
এদিন মমতা বলেন,' লুঠেরাদের সরকার, অনেক এজেন্সি লাগিয়েছে। ফেক নিউজ। আজ যা করছো, কাল তো ক্ষমতায় থাকবে না। এগুলো তোমাদের ব্যাক সাইডে আসবে। বাংলায় অনেক কথা আছে, যেগুলো বলা যায় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে। ৮০টি গাড়ি নিয়ে ঘোরে, সবজায়গায় বডিগার্ড, এত সব সাহস। একজন বাবু বলছেন, বাবুসোনা বলছি না তিনি এক জায়গায় যাবেন, যেন কোনও মানুষ না থাকে, সাহস থাকে তো যাও না, একা একা যাও।' পাশাপাশি তিনি আরও বলেন,' হঠাৎ করে নির্বাচন কমিশন ভোটের হার বাড়িয়ে দিল, মহারাষ্ট্রে কী করেছে, ওরা জানে ভোটে জিততে পারবে না, নোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না।'
ছাব্বিশের ভোটের অনেক আগেই সরকার বদলের হুঁশিয়ারি
বিধানসভা ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। তাঁর আগেই শুরু হয়ে গিয়েছে, সরকার বদলের হুঁশিয়ারি!অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। আগামীর লড়াই বিজেপি শূন্য করার লড়াই। ' প্রসঙ্গত, SIR ইস্যুতে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল, ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। পিল পিল করে বেরিয়ে পড়েছে.. বদলা যদি চান ছাব্বিশে বদল আনুন।' আর এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিহার প্রথমে বুঝতে পারেনি। যখন বুঝতে পেরেছে তখন নাম কেটে বাদ দেওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই ধরেছিলাম। আমরা দেখবও। একজনের নাম বাদ গেলে বিজেপির সরকার ভেঙে ছাড়ব।'
রাজপথে মমতা-অভিষেক
এ যেন বঙ্গ রাজনীতির মেগা-মঙ্গলবার! যেদিন থেকে বুথ লেভেল অফিসাররা ভোটারদের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি শুরু করলেন সেদিনই পথে নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় থেকে শুভেন্দু অধিকারী! রেড রোড থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত মিছল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।






















